অনুব্রত মণ্ডলের পরিবারে সদস্যদের সম্পত্তির খোঁজ জারি রেখেছে সিবিআই (CBI)। এবার তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতির মেয়ে সুকন্যা মণ্ডলের নামে মিলল জমির খোঁজ, অন্তত এমনটাই দাবি সিবিআই সূত্রে। জানা গিয়েছে, মঙ্গলবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে যান সিবিআই আধিকারিকেরা। সেখানেই তল্লাশি চলার সময় সুকন্যা মণ্ডলের নামে জমির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে।
সিবিআই সূত্রে খবর, এদিন প্রথমে বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে যান তদন্তকারীরা। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর ঘনিষ্ঠদের নামে কতো জমি রয়েছে, সেই তথ্য জানার চেষ্টা করা হয়। অভিযান চালাকলীনই বোলপুরের বল্লভপুর এলাকায় ০.৬২ একর জমির সন্ধান মেলে সুকন্যার (Sukanya Mondal) নামে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, অনুব্রত-ঘনিষ্ঠদের নামেও আরও কী কী স্থাবর সম্পত্তি রয়েছে, তারও খোঁজখবর নেওয়া হচ্ছে।
অন্যদিকে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামেও কোনও জমি আছে কি না, সেটিও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা। বর্তমানে সিবিআই-এর হেফাজতের রয়েছেন সায়গল। এমনকী সায়গলের ঘনিষ্ঠ মাধব কৈবর্ত্যের নামেও কোনও জমিজমা আছে, সেদিকেও নজর রাখছে সিবিআই। যদিও কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মাধব কৈবর্ত্যের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত গরু পাচার মামলার গ্রেফতারের পর থেকে অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই অনুব্রত নামে রাইসমিলের সন্ধান পাওয়া গিয়েছে। ভোলে ব্যোম-সহ অনুব্রতর ৩-৪টি রাইসমিল রয়েছে বলে দাবি সিবিআই-এর। ইতিমধ্যেই সেই মিলে তল্লাশিও চালিয়েছেন সিবিআই-এর কর্তারা। এছাড়া, সুকন্যার নামে একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থারও হদিশ মিলেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন - নয়া Aadhar Card হোক বা আপডেট, সহজে পরিষেবা দিতে UIDAI-এর বড় পদক্ষেপ