Advertisement

Child Death: অব্যাহত শিশুমৃত্যু, রাজ্যের হাসপাতালগুলি পরিদর্শনে উদ্বিগ্ন শিশু সুরক্ষা কমিশন

রাজ্যজুড়ে উৎসব-আনন্দের মধ্যেও চোখরাঙ্গাচ্ছে অ্যাডেনো ভাইরাস। জ্বর, শ্বাসকষ্ট, মৃত্যু লেগেই রয়েছে। কয়েকদিনে রাজ্যের বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মৃত্যু কোনওভাবেই রোখা সম্ভব হচ্ছে না। পরিসংখ্যান বলছে, শ্বাসকষ্টের সমস্যায় প্রত্যেক দিন গড়ে ৬-৭ জন করে শিশুর মৃত্যু (Child Death) হচ্ছে। মঙ্গলবারের পর আজ, বুধবারও শিশুমৃত্যু হয়েছে বাংলায়।

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Mar 2023,
  • अपडेटेड 6:08 PM IST
  • রাজ্যজুড়ে উৎসব-আনন্দের মধ্যেও চোখরাঙ্গাচ্ছে অ্যাডেনো ভাইরাস।
  • জ্বর, শ্বাসকষ্ট, মৃত্যু লেগেই রয়েছে। কয়েকদিনে রাজ্যের বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজ্যজুড়ে উৎসব-আনন্দের মধ্যেও চোখরাঙ্গাচ্ছে অ্যাডেনো ভাইরাস। জ্বর, শ্বাসকষ্ট, মৃত্যু লেগেই রয়েছে। কয়েকদিনে রাজ্যের বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মৃত্যু কোনওভাবেই রোখা সম্ভব হচ্ছে না। পরিসংখ্যান বলছে, শ্বাসকষ্টের সমস্যায় প্রত্যেক দিন গড়ে ৬-৭ জন করে শিশুর মৃত্যু (Child Death) হচ্ছে। মঙ্গলবারের পর আজ, বুধবারও শিশুমৃত্যু হয়েছে বাংলায়।

বিসি রায় হাসপাতালে একজন ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এসবের মধ্যেই বিসি রায় শিশু হাসপাতালে পরিদর্শনে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়। 

জানা যাচ্ছে, শিশুদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার পর রেফার করা হচ্ছে কলকাতায়। যেকারণেই কলকাতায় শিশুমৃত্যুর হার বাড়ছে। আগেই রেফার নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্ত তা সত্ত্বেও রেফার করা কমছে না। হাসপাতালে চিকিৎসকও রয়েছেন প্রচুর, কোথাও একটি বেডে দুটি শিশুর থাকার মতো ঘটনা ঘটছে না। কেন রেফার রোগ বেশি? কমিশনের বক্তব্য, যেহেতু আম জনতা মনে করছেন, কলকাতায় চিকিৎসা পরিষেবা ভাল, তাই এখানেই নিয়ে আসতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন

বিসি রায় হাসপাতালে ৭ দিনে মৃত্যু ৪২ শিশুর

১ মার্চ চিকিৎসাধীন ৩৬৫ নতুন ভর্তি ৬২ মৃত্যু ০৫

২ মার্চ চিকিৎসাধীন ৩৪৩ নতুন ভর্তি ৮১ মৃত্যু ০৭

৩ মার্চ চিকিৎসাধীন ৩৫৫ নতুন ভর্তি ৭২ মৃত্যু ০৫

৪ মার্চ চিকিৎসাধীন ৩৪৯ নতুন ভর্তি ৫৮ মৃত্যু ০৭

৫ মার্চ চিকিৎসাধীন ৩৫২ নতুন ভর্তি ৬৭ মৃত্যু ১১

৬ মার্চ চিকিৎসাধীন ৩২৬ নতুন ভর্তি ৭২ মৃত্যু ০৬

৭ মার্চ চিকিৎসাধীন ৩১২ নতুন ভর্তি ৫১ মৃত্যু ০১

জানুয়ারি-এ পর্যন্ত রাজ্যে শ্বাসকষ্টে মোট মৃত্যু ১২১

বিসি রায় শিশু হাসপাতাল: ৬১

কলকাতা মেডিক্যাল কলেজ ১৯

আরজি কর: ২৫

চিত্তরঞ্জন সেবা সদন: ১

পুরুলিয়া মেডিক্যাল কলেজ ১

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ১

বাঁকুড়া মেডিক্যাল কলেজ ২

বর্ধমান মেডিক্যাল কলেজ ২

ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ৭

পিয়ারলেস ২

 

Read more!
Advertisement
Advertisement