Advertisement

Mamata Banerjee on Fake Videos: ফেক ভিডিও ধরিয়ে দিতে পারলেই ১০০ পুরস্কার-চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাইবার অপরাধ চিহ্নিত করলেই পুরস্কার, চাকরি। পুজোর উদ্বোধনে এসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে AI ব্যবহার করে তাঁর মুখ বসিয়ে ভুয়ো ভাষণ ছড়ানো হচ্ছে বলে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই ধরণের ভিডিওর প্রচার রোখার জন্য নয়া পন্থা বাতলে দিলেন তিনি।

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2024,
  • अपडेटेड 6:12 PM IST

ফেক ভিডিও চিহ্নিত করলেই পুরস্কার, চাকরি। পুজোর উদ্বোধনে এসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে AI ব্যবহার করে তাঁর মুখ বসিয়ে ভুয়ো ভাষণ ছড়ানো হচ্ছে বলে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই ধরণের ভিডিওর প্রচার রোখার জন্য নয়া পন্থা বাতলে দিলেন তিনি।
 
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আজকের দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন কিন্তু ওইটা আমি নই। ফেক। এটাই এআই। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে। আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে।'

একদিকে আরজি করের ঘটনা, ডাক্তারদের আন্দোলন, বিতর্ক চলছে। আবার তারই মধ্যে জয়নগরে নাবালিকার মৃত্যু। সব মিলিয়ে আরও একবার আন্দোলন, সুবিচারের দাবিতে তোলপাড় রাজ্য। এমন প্রেক্ষাপটে 'ফেক ভিডিও' ছড়ানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

তিনি বলেন, 'যাঁরা ভিডিয়োতে বসে ব্যবসা করছেন, তাদের মনে হয় না? ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না। ক্রাইম ইস ক্রাইম। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।'

'গ্রেট স্টার হচ্ছেন আপনারা। যারা ঘরে বসে কাজ করেন। যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাকে বলব। আপনারা দায়িত্বটা নিন। বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেনটিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে। তারা চাকরিও পাবে দরকার হলে। সাইবার ক্রাইম এদের দিয়ে করাবে। যারা রাঁধে তারা চুলও বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না। এই কাজটা ওদের দ্বারা সম্ভব,' বলেন মুখ্যমন্ত্রী।

সমাজে হিংসা-অপরাধ প্রবণতা বাড়ার কারণ হিসাবেও বিভিন্ন ভিডিওকেই দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ' যারা রাস্তায় আন্দোলন করেন আমি সমর্থন করি তাদের। তবে এটাও প্রচার করুন ইউটিউবে যে খারাপ ভিডিয়ো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতা বেড়েছে, তাদের দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইম দেখাবে না। এই অপরাধ দেখে অন্যরা ফলো করে। শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে? আপনাদের দায়বদ্ধতা নেই? যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না। তবে ক্রাইম সিন এত দেখানোর কী আছে?'

Advertisement
Read more!
Advertisement
Advertisement