Advertisement

Kolkata Semi Conductor Land: বাংলায় সেমি-কন্ডাক্টর কারখানার জমি তৈরি রয়েছে, বড় ঘোষণা মমতার

বাংলায় হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট। ফলে বিপুল কর্মক্ষেত্র তৈরি হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যসচিব মনোজ পন্তেরা মার্কিন কনস্যুলেটের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে আলোচনা হয়। তাতে জায়গা দেখার কাজও হয়ে গেছে জানালেন মমতা। কতদিনের মধ্যে তৈরি হবে এই প্ল্য়ান্ট?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2024,
  • अपडेटेड 7:09 PM IST

বাংলায় হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট। ফলে বিপুল কর্মক্ষেত্র তৈরি হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যসচিব মনোজ পন্তেরা মার্কিন কনস্যুলেটের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে আলোচনা হয়। তাতে জায়গা দেখার কাজও হয়ে গেছে জানালেন মমতা। কতদিনের মধ্যে তৈরি হবে এই প্ল্য়ান্ট?

কোয়াড (QUAD) সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দু'পক্ষের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলার জন্য কাজের বড় সুযোগ আসে, তা হল সেমি-কন্ডাক্টর। এদিন মুখ্যসচিব মনোজ পন্ত বলেন, "আমরা কীভাবে এগিয়ে যেতে চাইছি তা নিয়ে আলোচনা হয়েছে। জমি জায়গা নিয়ে আলোচনা হয়েছে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সেমি-কন্ডাক্টর প্ল্যান্টের জমি তৈরি রেখেছি। ওনারা জমি দেখে রেখেছেন এবং লুলু গ্রুপও আসছে। দু'টোর জন্যই জমি দেখানো হয়েছে। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে। এই সেন্টারটা হলে আমাদের বৈশ্বিক বিষয়। এই পরিকাঠামো মেধাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের ছেলেমেয়েরা খুবই প্রতিভাশালী। ওদের মেধা খুব ভালো। ওদের স্কিলও খুব ভালো। আমরা বলেছি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যাতে বৈঠক করা যায় এবং যদি এখানে এটা নিয়ে প্রোগ্রাম করা যায়। যারা কনসার্ন ডিপার্টমেন্ট স্টেক হোল্ডার তাহলে খুব ভালো বার্তা যাবে। এটা আমাদের বাংলার জন্য বড় সাফল্য।" 

মুখ্যমন্ত্রী এও বলেন "এই কাজটা আমরা তিনবছর ধরে পারস্যু করছি। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। জানুয়ারিতে একটা রোডম্যাপ প্রোগ্রাম করব। ওনাদেরও সময়টা দেখতে হবে। আমরা আমাদের থেকে থেকে যা করার করেছি। বাংলার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। বাংলায় এমনিতেও প্রচুর কর্মক্ষেত্র হচ্ছে।"

প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের এই বৈঠকে উভয় নেতা বৈশ্বিক ও কৌশলগত জোটকে আরও শক্তিশালী করার বিষয়ে কথা বলেন। এই বৈঠকে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, উভয় নেতা অনেক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা করেছেন যা ভারত ও আমেরিকার শান্তি ও নিরাপত্তাকে শক্তিশালী করবে। এই বৈঠক থেকে লাভবান হতে পারে কলকাতাও। কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট।

Advertisement

এই প্ল্যান্টে জাতীয় নিরাপত্তা, টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিবেশ-বান্ধব শক্তি প্রয়োগের জন্য উন্নত সেন্সিং, যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপর বিশেষ গুরুত্ব দিতেই সেমি কন্ডাক্টর প্ল্যান্ট গড়ে তোলা হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement