Advertisement

সামসেরগঞ্জে লড়বেন কংগ্রেস প্রার্থী জইদুর! দাবি আবু হাসেম খানের

অবশেষে স্বস্তিতে কংগ্রেস। লড়াই করতে রাজি হয়েছেন সামসেরগঞ্জের প্রার্থী জইদুর রহমান। এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিন তিনি বৈঠক করেন জইদুরের সঙ্গে। তার পরেই জইদুর ওই আসনে লড়াই করতে রাজি হন।

জইদুর রহমানজইদুর রহমান
গোপাল ঠাকুর
  • সামসেরগঞ্জ,
  • 16 Sep 2021,
  • अपडेटेड 6:01 PM IST
  • সামসেরগঞ্জে লড়বেন কংগ্রেস প্রার্থী জইদুর
  • দাবি আবু হাসেম খানের
  • জানুন বিস্তারিত তথ্য

অবশেষে স্বস্তিতে কংগ্রেস। লড়াই করতে রাজি হয়েছেন সামসেরগঞ্জের প্রার্থী জইদুর রহমান। এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিন তিনি বৈঠক করেন জইদুরের সঙ্গে। তার পরেই জইদুর ওই আসনে লড়াই করতে রাজি হন। তবে এখনও এ বিষয়ে মুখ খোলেননি জইদুর। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন তিনি। সেটা দেখেই অনুমান সম্ভবত লড়াই করবেন জইদুর। আগামী ৩০ সেপ্টেম্বর এই আসনে নির্বাচন রয়েছে। ফল প্রকাশ ৩রা অক্টোবর। 

সামসেরগঞ্জে কংগ্রেসের নাটকীয় পরিবর্তন। প্রার্থী রাজি হয়েছে, তাই সামসেরগঞ্জে লড়াই করবো আমরা এবং জিতবোও আমরা। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিন তিনি সামসেরগঞ্জ এসে প্রার্থী ও ব্লক কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলেন। তারপরেই সামসেরগঞ্জে কংগ্রেসের লড়াই করার ঘোষণা দেন সাংসদ। ডালুবাবু স্পষ্টতই জানিয়ে দেন, প্রার্থী রাজি হয়েছে। খুব শীঘ্রই কংগ্রেস প্রার্থী প্রচারে নামবেন। উল্লেখ্য, ভোট ঘোষণার পরেই সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান নির্বাচনে না লড়াই করার ঘোষণা দেন। ফলে চরম বিপাকে পড়ে কংগ্রেস।

ক্যামেরার সামনে কোনোরকম মন্তব্য করতে রাজি না হলে বৃহস্পতিবার সকালে কংগ্রেস প্রার্থী জইদুর রহমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, "এই খেলা কিন্তু সকলকেই খেলতে হবে ।" আর যা নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে চর্চায় এসেছেন কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান। ভাই কংগ্রেস প্রার্থী হয়ে লড়াই করবে দ্বিতীয় বার এই খবর ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। তিনি বলেন, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাই যে কেউ যেকোন দলের প্রতীকে লড়াই করতে পারেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ওই আসনে আমরা বিপুল ব্যবধানে জিতব।

আরও পড়ুন

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে এবার হাইভোল্টেজ উপ নির্বাচন। সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। অপরদিকে বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু ভবানীপুরে কোনও প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। একসময়ে ভবানীপুরে বড় অঙ্কের একটা ভোট ব্যাঙ্ক ছিল কংগ্রেসের। ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি পেয়েছিলেন ৪০,২১৯টি ভোট। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৬৫,৫২০টি ভোট। অর্থাৎ মাত্র ২৫ হাজারের ব্যবধান ছিল।  ২০২১ বিধানসভা নির্বাচনে সেখান থেকে নেমে মাত্র ৫ হাজার ভোট পেয়েছে কংগ্রস। উপ নির্বাচনে এই কেন্দ্রে কোনও প্রার্থীই দাঁড় করায়নি তারা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement