
বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের গণনা। আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটে ব্যবহার করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ধূপগুড়ি দখল করল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৮৮৩ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন ধূপগুড়িতে।
সপ্তম রাউন্ড শেষ। ২৯৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। এখনও পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোট ৬৯৫০৯, তৃণমূল ৭২৪৪০, বাম-কংগ্রেস জোট ১০০৬২।
ষষ্ঠ রাউন্ডের শেষেও বিজেপিকে পিছনে রেখে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র। ষষ্ঠ রাউন্ডের গণনার পর তাঁর প্রাপ্ত ভোট ৬২,৬০২। গেরুয়া শিবিরের তাপসী পেয়েছেন ৫৮,৮২৯টি ভোট। অর্থাৎ, ৩৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল।
উত্তরপ্রদেশের ঘোসিতে সমাজবাদী পার্টি প্রার্থী ১১ রাউন্ড গণনার পরে ১৫ হাজার ৭৩২ ভোটে এগিয়ে। বিজেপির দারাসিং চৌহানের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১০০।
ধূপগুড়িতে পঞ্চম রাউন্ডের গণনা শেষে এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ভোটের নিরিখে পিছিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।অনেকটা পিছিয়ে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
ধূপগুড়িতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি ১ হাজার ১৮টি আসনে এগিয়ে। দু রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৬৫। তৃণমূলপ্রার্থী পেলেন ১৭ হাজার ১৪৭টি ভোট।
কেরলের পুথুপল্লি আসনে উপনির্বাচনে জিতে গেল কংগ্রেস। ৩৬ হাজারের বেশি ভোটে জিতলেন কংগ্রেস প্রার্থী উমেন চান্ডি।
ঘোসি আসনে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে পার্থক্য ক্রমাগত বাড়ছে। ৬ রাউন্ড গণনার পরে,এসপি ৮৫৫৭ ভোটে এগিয়ে রয়েছে। এসপি প্রার্থী সুধাকর সিং পেয়েছেন ২২৭৮৫ ভোট এবং বিজেপির দারা সিং চৌহান ১৪২২৮ ভোট পেয়েছেন।
চতুর্থ রাউন্ডের গণনা শেষে ধূপগুড়িতে বিজেপির প্রার্থীর চেয়ে ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৯৬ ভোট। অন্যদিকে, বিজেপির তাপসী রায় পেয়েছেন ৩৮ হাজার ৭৩৬ ভোট।
ধূপগুড়িতে TMC ও BJP-র হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপির থেকে এগিয়ে গেল তৃণমূল। ১১১৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।
ত্রিপুরার ধনপুর আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। বিজেপির বিন্দু দেবনাথ ২৫ হাজার ১৭০ ভোট পেয়েছেন এবং CPI(M) এর কৌশিক চন্দ ৯ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।
উত্তরপ্রদেশের ঘোসিতে এসপি প্রার্থী সুধাকর সিং এগিয়ে রয়েছেন। মোট ৪০৬৭ ভোটে এগিয়ে রয়েছেন সুধাকর সিং।
ধূপগুড়িতে দ্বিতীয় দফার গণনায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী তাপসী রায়। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে ১২০০ ভোটে এগিয়ে তিনি।
ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ সমর্থিত AJSU পার্টির প্রার্থী যশোদা দেবী ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে।
ধূপগুড়িতে ১৭০০ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকটা এগিয়ে বিজেপি এখনও চলছে পোস্টাল ব্যালট গণনা।
ধূপগুড়িতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে গেল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ৪১৮। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৬০ ও সিপিএম-এর ভোট ১২৭।
উত্তরপ্রদেশের ঘোসি উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি। পিছিয়ে বিজেপি।
প্রথম রাউন্ড গণনা শেষে উত্তরাখণ্ডের বাগেশ্বরে কংগ্রেস প্রার্থী ২ হাজার ৯৪৫টি ভোটে এগিয়ে কংগ্রেসের বসন্ত কুমার।
কেরলের পুথুপল্লি উপনির্বাচনে প্রাথমিক গণনায় কংগ্রেসের প্রার্থী ওমেন চান্ডি এগিয়ে। সিপিএম-এর সি থমাস রয়েছেন দ্বিতীয় স্থানে। বিজেপি তৃতীয় স্থানে।
পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ড গণনার পরে ত্রিপুরার বক্সনগরে উপনির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী তফজ্দল হোসেন। এখনও তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৭০৬। সিপিএম প্রার্থী মিজান হোসেনের প্রাপ্ত ভোট ৫৭৫।
পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে এগিয়ে গেল তৃণমূল। উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। বলছেন, ‘মর্নিং শোস দ্য ডে। বিজেপির কোনও কৌশল কাজ করবে না।’
গত দুটি বিধানসভা নির্বাচনে গড়ে প্রায় ৮৭.৫ শতাংশ ভোট পড়েছিল। উপ নির্বাচনে ৭৮.১৯ শতাংশ ভোট পড়েছে।
১৯৭৭-এ বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় আসা থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়। ২০২১-এর ভোটে তৃণমূলেরই মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়। জয়ের ব্যবধান নেমে আসে ৪ হাজার ৩৫৫-তে। বিষ্ণুপদ রায়ের মৃত্যুর জেরে ওই আসনটি খালি হয়েছে।
ধূপগুড়িতে শুরু হয়ে উপনির্বাচনের গণনা। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরার দু’টি এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও কেরালার একটি করে আসন রয়েছে।
এই উপনির্বাচনে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায় বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র।
কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে বৃহস্পতিবার দেখা করে ভোট গননায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়। তাঁর অভিযোগ, প্রশাসন কে কাজে লাগিয়ে গণনায় কারচুপি করতে পারে শাসক দল। অন্যদিকে সন্ত্রাসের অভিযোগে ধূপগুড়ির বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বামেরা। তবে কমিশন সেই দাবি না মানায়, আজ গণনা বয়কটের ডাক দিয়েছে সিপিএম।
৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে? নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র, পঞ্চায়েত নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে, কাউকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ, শুক্রবার গণনা হবে ধূপগুড়ি উপনির্বাচনের। জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গণনা শুরু হচ্ছে সকাল ৮ টা থেকে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। এছাড়া থাকছে ত্রিস্তরিও নিরাপত্তা বলয়। ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে খবর।