Advertisement

Dilip Ghosh on Dev: 'ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে, দম থাকলে রিজাইন করে দেখাও' দেবকে চ্যালেঞ্জ দিলীপের

২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে হাজির ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা দেব। তবে সেই দিন তিনি ছিলেন অনেকটাই নীরব ভূমিকায়। জানা গিয়েছে, স্কটল্যান্ডে শুটিংয়ের কাজ শেষে সোজা কলকাতায় এসে ওই সভায় উপস্থিত হন তিনি।

দেবকে কটাক্ষ দিলীপের।-কোলাজদেবকে কটাক্ষ দিলীপের।-কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 11:46 AM IST
  • ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে হাজির ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা দেব।
  • তবে সেই দিন তিনি ছিলেন অনেকটাই নীরব ভূমিকায়।

২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে হাজির ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা দেব। তবে সেই দিন তিনি ছিলেন অনেকটাই নীরব ভূমিকায়। জানা গিয়েছে, স্কটল্যান্ডে শুটিংয়ের কাজ শেষে সোজা কলকাতায় এসে ওই সভায় উপস্থিত হন তিনি। আজ, মঙ্গলবার সকালে দেবের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

মঙ্গলবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও কার্যকর হয়নি, আর এদিকে ঘাটালে ভয়াবহ বন্যা চলছে। এমন পরিস্থিতিতে কেন নিজের এলাকায় যাচ্ছেন না দেব? তাঁর মন্তব্য, 'দেব ভাল ছেলে। কিন্তু এরকম ভাল ছেলে, কী হবে! যে ছেলে কোনও কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে?'

এরপরই দিলীপের সরাসরি চ্যালেঞ্জ, 'দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।'

লোকসভা ভোটের আগে দেব প্রকাশ্যে বলেছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিতে চান। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ না হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন তিনি। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের অপেক্ষা না করে রাজ্য সরকারই মাস্টারপ্ল্যান করে দেবে। কিন্তু তারপরও ঘাটালে তাঁর সক্রিয় উপস্থিতি নেই, এই ইস্যুতেই দিলীপের তোপ।

দিলীপ ঘোষের দাবি, 'দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। বলা হচ্ছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব।' গরু পাচার মামলায় ইডি-র তলব প্রসঙ্গ টেনে দিলীপ আরও বলেন, 'ওটা তৃণমূলের ষড়যন্ত্র। চোরদের কাছে মাথানত করো না।'

তাঁর এই তীব্র কটাক্ষের পরও, ঘাটালের তৃণমূল সাংসদ দেব এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। রাজনৈতিক মহল বলছে, ঘাটালের বন্যা পরিস্থিতি এবং শহিদ দিবসের মঞ্চের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল।

 

Read more!
Advertisement
Advertisement