Advertisement

Kanchankanya Express Cancelation Stopped: ডিসেম্বরে বাতিল হবে না কাঞ্চনকন্যা, রাতারাতি সিদ্ধান্ত বদল রেলের

Kanchankanya Express Cancelation Stopped: যাত্রীদের দাবি,  এই কাজ কিছুদিন পর করা যেত। এখন কেন ছুটির এবং শীতকালীন পর্যটনের সময় করা হল? অথবা ট্রেনটিকে অন্য রুটে ঘুরিয়ে দিলেও এত লোক বিপদে পড়ত না। কোনওটাই না করে এতগুলি যাত্রীকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হল কেন? তার কোনও যথাযথ ব্যাখ্যা রেলের কাছে পাওয়া যায়নি। বাতিলের মেয়াদ আরও কয়েক দিন বাড়তে পারে বলেও রেল সূত্রে ইঙ্গিত মিলেছে।

ডিসেম্বরে বাতিল হবে না কাঞ্চনকন্যা, রাতারাতি সিদ্ধান্ত বদল রেলেরডিসেম্বরে বাতিল হবে না কাঞ্চনকন্যা, রাতারাতি সিদ্ধান্ত বদল রেলের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2023,
  • अपडेटेड 2:10 PM IST
  • কাঞ্চনকন্যা বাতিল নয়
  • পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পরিবর্তন করেছে ভারতীয় রেল। 

Kanchankanya Express Cancelation Stopped: হাওড়া ডিভিশনের নন ইন্টারলকিংয়ের কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল হতে চলেছে। তার মধ্যে ছিল ডুয়ার্সগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। যে খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত পড়ে পর্যটন সার্কিটের। একের পর এক বুকিং বাতিল শুরু হয়। বিকল্প ট্রেন থাকলেও, তার পরিষেবা যেমন ভাল নয় বলে মুষড়ে পড়েছিল আম জনতা। ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। আর তা আঁচ পেয়েই সম্ভবত ঘোষণার পরও কাঞ্চনকন্যা বাতিল রদ করে দিল। জানিয়ে দেওয়া হল কাঞ্চনকন্যা এক্সপ্রেস সূচি মেনেই চলবে। তবে কিছু শর্ত রয়েছে।

বুধবারই রেল নোটিশ জারি করে জানায় শিয়ালদা- আলিপুরদুয়ার জংশন  ৯ থেকে ২১ ডিসেম্বর, ১৩ দিনের জন্য বাতিল করা হয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পর্যটনের মরশুমে এই ট্রেন বাতিল হওয়ায় ডুয়ার্সে ব্যপক ক্ষোভ তৈরি হয়। ক্ষোভের আঁচ পেয়ে সিদ্ধান্ত বদল রেল-এর। বৃহস্পতিবার ফের রেল-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ট্রেন বাতিল করা হবে না। এই ট্রেন সামান্য রুট বদলে চালানো হবে।

শিয়ালদা থেকে সরাসরি আলিপুরদুয়ার বা ডুয়ার্সে যাওয়ার প্রিমিয়াম ট্রেন এটি। এটির পরিষেবা সবচেয়ে ভাল। সময়ানুবর্তী ও পরিচ্ছন্নতার জন্য এটি চাপেন অনেকেই। দার্জিলিং মেল, সরাইঘাটের পরই এই ট্রেনই সবচেয়ে ভাল বলে মত যাত্রীদের। বিশেষ করে পর্যটকরা এই ট্রেনটির উপরেই ভরসা করেন। ডিসেম্বর মাসে ডুয়ার্স এবং পাহাড়ে সব থেকে বেশি পর্যটক আসেন। রিসর্ট, হোটেলগুলিতে বুকিং নেওয়ার কাজ শেষ। ট্রেন থেকে নামার পরে, বেড়ানোর গাড়ির বুকিংও হয়ে গিয়েছে। কিন্তু ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছিলেন বিভিন্ন পর্যটন সংস্থার কর্তারা। চিন্তায় ছিলেন পর্যটকেরাও। এবার সেই সমস্যা মিটবে বলে আশা করছেন অনেকে। পর্যটন ব্যবসায়ীদের তরফে নতুন খবর জানিয়ে পর্যটকদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু হয়েছে বুকিং বাতিল আটকাতে।

আরও পড়ুন

পূর্ব রেলের এলাকায় লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কিছু কাজ রয়েছে। কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও ৪১টি ট্রেনের রুট বদলানো হয়েছে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement