West Bengal District wise Weather Update: পুজোর বাকি আর ৪টে দিন আকাশের মুখ ভারই থাকতে চলেছে। বাংলায় জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া অফিসও জানিয়েছে, দশমী পর্যন্ত আকাশের মুখ ভার কমছে না। তবে পুজোর বাকি দিনগুলোয় কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে সপ্তমী-দশমী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের খবর, কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সপ্তমী ও অষ্টমীতে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ ও ৫ তারিখ, নবমী ও দশমীতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু থেকে বৃষ্টি খানিকটা কমে যাবে। কলকাতার ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হবে। দিনের তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি। রাতে থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি।
দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতার ক্ষেত্রে আগামী দু থেকে তিন ঘণ্টা বৃষ্টি হবে না, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বীরভূমেও দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার কারণে মেঘলা আকাশ থাকবে আগামী চারদিন। সপ্তমীতেই দক্ষিণের জেলার অধিকাংশ স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বীরভূমেও দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
অষ্টমীতে, ৩ তারিখ দক্ষিণের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। নবমীতে অর্থাৎ ৪ তারিখ দক্ষিণের জেলার অনেক জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দশমী অর্থাৎ ৫ তারিখ দক্ষিণের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে আবহাওয়া কেমন?
সপ্তমীতে উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস। সপ্তমী থেকে দশমীতে উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার মোটামুটি আবহাওয়া থাকবে। বৃষ্টি হবে মালদা, দিনাজপুরেও।