Advertisement

Partha Chatterjee : 'কীভাবে বন্দির হাতে অরনামেন্টস'? আদালতে পার্থর আংটি নিয়ে প্রশ্ন ED-র

পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করে আদালত৷ তিনি কী জানতেন না, সংশোধনাগারে প্রবেশের সময় এগুলো খুলে রাখতে হয়? পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি জানতেন না৷ তাঁকে কেউ জানানওনি৷ তারপর আদালত জানায়, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ারও কিছু নেই৷ পাশাপাশি, এই ঘটনার বিস্তারিত বিবরণও চেয়েছে আদালত৷

পার্থ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2023,
  • अपडेटेड 8:54 AM IST
  • পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি
  • আদালতে প্রশ্ন তুলল ইডি
  • যা জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

আদালতের শুনানিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাতের আংটি প্রসঙ্গ। বুধবার আদালতে চলছিল পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি। সেই সময় ইডির আইনজীবী পার্থবাবুকে আদালতের সামনে তাঁর দেখাতে বলেন৷ দেখা যায়, পার্থবাবুর হাতে দু'টি আংটি রয়েছে৷ আর সেই নিয়েই প্রশ্ন তোলেন ইডির আইনজীবী৷ সংশোধনাগারে থাকাকালীন কীভাবে একজন বন্দির হাতে 'অরনামেন্টস' থেকে গেল, সেই প্রশ্ন তোলেন তিনি। যার প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ সেগুলি দামি কিছু নয়, খুলে দেবেন৷

ঠিক কী হল আদালতে?
ইডির (ED) আইনজীবী প্রথমেই আদালতে বিচারকের সামনে বলেন, 'ক্যামেরার সামনে পার্থবাবুর হাত দু'টো দেখাতে বলবেন'? সেই শুনে বিচারক বলেন, 'পার্থবাবু হাত দু'টো দেখাবেন? তালু দেখাবেন? রিভার্স সাইড প্লিজ'। তারপর আদালতে ইডির আইনজীবীদের তরফ থেকে বলা হয়, 'দেখতে পেলেন হাতে আংটি? হেফাজতে থাকাকালীন কোনও অরনামেন্ট পরতে পারেন না বন্দি। উনি এতটাই পাওয়ার ফুল যে, উনি অরনামেন্ট পরে আছেন, এতটাই পাওয়ারফুল'!

প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে হাজিরার নির্দেশ
এরপর পার্থ চট্টোপাধ্যায়কে ফের প্রশ্ন করে আদালত৷ তিনি কী জানতেন না, সংশোধনাগারে প্রবেশের সময় এগুলো খুলে রাখতে হয়? পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি জানতেন না৷ তাঁকে কেউ জানানওনি৷ তারপর আদালত জানায়, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ারও কিছু নেই৷ পাশাপাশি, এই ঘটনার বিস্তারিত বিবরণও চেয়েছে আদালত৷ আগামী ২৬ এপ্রিল প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনকী জেল কোড মেনে কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি কতটা সচেতন, সেই ব্যাখ্যাও লিখিত আকারে পেশ করার কথা বলা হয়েছে। 

আরও পড়ুন - আবার COVID বাড়ছে বাংলায়? 'ভিড়ে মাস্ক পড়ুন,' পরামর্শ মমতার

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement