Advertisement

Fire Accident: নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে বিধ্বংসী আগুন, প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাতভর আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার রাত দেড়টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তারপর সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে একের পর এক কাঠের গুদামে দাউ দাউ করে আগুন লেগে যায়। কলকাতা নিমতলা ঘাটের কাছে ঘটনাটি ঘটে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 12:49 PM IST

রাতভর আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার রাত দেড়টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তারপর সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে একের পর এক কাঠের গুদামে দাউ দাউ করে আগুন লেগে যায়। কলকাতা নিমতলা ঘাটের কাছে ঘটনাটি ঘটে। আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। 

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবার ঘরছাড়া। রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন পৌঁছয়। আপাতত নতুন করে আগুন ছড়িয়ে পড়া আটকানো গিয়েছে। প্রায় ৬-৮ ঘণ্টা ধরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। অনেক ফায়ার পকেট রয়ে গিয়েছিল। পাশাপাশি, গঙ্গার হাওয়ার কারণে আগুন কিছুতেই নেভানো যাচ্ছিল না। অবশেষে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার সকালেও কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আগুন লাগার খবর পেয়ে রাতেই ছুটে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন তাঁরা। তাঁদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার ফেটে নাকি অন্য কোনওভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের আপাতত অস্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করা হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement