Advertisement

Firhad Hakim: 'উর্দু খুব কম লোকই বোঝে,' বাবার 'ড্যামেজ কন্ট্রোলে' কী বললেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী?

সংখ্যালঘু-সংখ্যাগুরু সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এমনকী, তৃণমূলের অন্দরেও এই মন্তব্যের কারণে ফিরহাদ অসন্তোষের মুখে পড়েছেন বলে খবর। এই প্রেক্ষাপটে এবার বাবার হয়ে ব্যাটন ধরলেন কন্যা প্রিয়দর্শিনী হাকিম। বললেন,উর্দু ভাষায় ফিরহাদের ওই মন্তব্য অনেকেই বুঝতে পারেননি। আর সে কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। ফিরহাদের ওই মন্তব্যে 'কোনও সাম্প্রদায়িকতা ছিল না' বলেও মন্তব্য করেছেন ববি-কন্যা। 

ফিরহাদ হাকিম ও প্রিয়দর্শিনী হাকিম।
শঙ্খ দাস
  • কলকাতা,
  • 18 Dec 2024,
  • अपडेटेड 11:35 AM IST
  • সংখ্যালঘু-সংখ্যাগুরু সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন ফিরহাদ।
  • এই প্রেক্ষাপটে এবার বাবার হয়ে ব্যাটন ধরলেন কন্যা প্রিয়দর্শিনী হাকিম।
  • ফিরহাদের ওই মন্তব্যে 'কোনও সাম্প্রদায়িকতা ছিল না' বলেও মন্তব্য করেছেন ববি-কন্যা। 

সংখ্যালঘু-সংখ্যাগুরু সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এমনকী, তৃণমূলের অন্দরেও এই মন্তব্যের কারণে ফিরহাদ অসন্তোষের মুখে পড়েছেন বলে খবর। এই প্রেক্ষাপটে এবার বাবার হয়ে ব্যাটন ধরলেন কন্যা প্রিয়দর্শিনী হাকিম। বললেন,উর্দু ভাষায় ফিরহাদের ওই মন্তব্য অনেকেই বুঝতে পারেননি। আর সে কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। ফিরহাদের ওই মন্তব্যে 'কোনও সাম্প্রদায়িকতা ছিল না' বলেও মন্তব্য করেছেন ববি-কন্যা। 

ঠিক কী বলেছেন প্রিয়দর্শিনী?

 এই প্রসঙ্গে bangla.aajtak.in-কে প্রিয়দর্শিনী বলেছেন, 'বাবা বলেছেন, সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবেন। উনি যেটা বলেছিলেন, যাঁরা সংখ্যালঘু, তাঁদের হাতে যখন ভগবানের আশীর্বাদ থাকবে এবং তালিম থাকবে, মানে ট্রেনিং ও শিক্ষা, তাঁরা তখন সংখ্যাগুরু হবেন। মানে, শিক্ষা ও যোগ্যতা যদি একসঙ্গে থাকে, তা হলে পিছিয়ে পড়ারা আমাদের সমাজে এগিয়ে যাবে। সেটা নিয়ে যেভাবে বিতর্ক তৈরি করা হল, তা দুঃখজনক। মানুষ বুঝতে পারল না। বিভ্রান্তি তৈরি করা হল। কারণ, আমরা এখানে বাংলাভাষি, উর্দু খুব কম লোকে বোঝেন। তাই এই প্লে অফ ওয়ার্ডস হয়তো বুঝতে পারেননি অনেকে। এর মধ্যে কোনও সাম্প্রদায়িকতা ছিল না।'

ঠিক কী বলেছিলেন ফিরহাদ?

সম্প্রতি একটি সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরহাদ বলেন, 'বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু দেশে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।'

ফিরহাদের এই মন্তব্য ঘিরে বিতর্ক বেধেছে। বিভাজনে ইন্ধন ও বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান জোগানো হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের অন্দরেও এই নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। এই আবহে ফিরহাদের পাশে দাঁড়িয়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিলেন কন্যা প্রিয়দর্শিনী। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement