Advertisement

মহুয়াকে পালটা রাজ্যপালের, ট্যুইটে সমস্ত অভিযোগ অস্বীকার

রাজ্যপালের ৬ আত্মীয়কে ওএসডি পদে নিয়োগ করার যে অভিযোগ তৃণমূল সাংসদ তুলেছিলেন তার পালটা ট্যুইট করলেন ধনখড়। ট্যুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, 'ওএসডিরা ৩টি রাজ্যের এবং পৃথক ৪টি বর্ণের। তাঁরা কেউই আমার পরিবারের ঘনিষ্ঠ নয়। ৪ জন আমারা রাজ্য ও বর্ণেরও নয়। উদ্বেগজনক আইনশৃঙ্খলার পরিস্থিতি থেকে নজর ঘোরানর জন্য এটিকে একটি বিভ্রান্তিকর কৌশল বলেও উল্লেখ করেন রাজ্যপাল।' 

জগদীপ ধনখড় ও মহুয়া মৈত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2021,
  • अपडेटेड 10:49 AM IST
  • মহুয়ার অভিযোগ অস্বীকার ধনখড়ের
  • ওএসডিরা কেউ তাঁর পরিবারের ঘনিষ্ঠ নয়
  • ট্যুইট করলেন রাজ্যপাল

মহুয়া মৈত্রর (Mahua Moitra) অভিযোগ সরাসরি খারিজ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। রাজ্যপালের ৬ আত্মীয়কে ওএসডি পদে নিয়োগ করার যে অভিযোগ তৃণমূল সাংসদ তুলেছিলেন তার পালটা ট্যুইট করলেন ধনখড়। ট্যুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, 'ওএসডিরা ৩টি রাজ্যের এবং পৃথক ৪টি বর্ণের। তাঁরা কেউই আমার পরিবারের ঘনিষ্ঠ নয়। ৪ জন আমারা রাজ্য ও বর্ণেরও নয়। উদ্বেগজনক আইনশৃঙ্খলার পরিস্থিতি থেকে নজর ঘোরানর জন্য এটিকে একটি বিভ্রান্তিকর কৌশল বলেও উল্লেখ করেন রাজ্যপাল।' 

প্রসঙ্গত, রবিবার সকালে একটি ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই ট্যুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল লেখেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ নিরাপত্তার ক্ষেত্রে আপোস করা হচ্ছে৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে ৭ জুন মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷' 

রাজ্যপালের এই ট্যুইটবার্তার পরই আসরে নামেন মহুয়া। পাল্টা ট্যুইট তিনি লেখেন, 'আঙ্কেলজি আপনি দিল্লি ফিরে গিয়ে অন্য কোনও কাজ খুঁজে নিলেই রাজ্যের আইন-শৃঙ্খলার উগ্বেগজনক পরিস্থিতির উন্নতি হবে।' সবচেয়ে ভালভাবে কীকরে বিরোধীদের আঘাত করতে হবে, সে বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রতমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথাও ধনখড়কে বলেন মহুয়া। 

এছাড়া ট্যুইট বার্তায় রাজ্যপালের ৬ জন আত্মীয়কে ওএসডি (OSD) পদে নিয়োগের অভিযোগও তোলেন মহুয়া। তিনি লেখেন, 'অভুদয় সিং শেখাওয়াত রাজ্যপালের ব্রাদার ইন ল-র ছেলে। অখিল চৌধুরীর নিকট আত্মীয়। রাজ্যপালের প্রাক্তন এডিসি গৌরাঙ্গ দিক্ষিতের স্ত্রী  রুচি দুবে, প্রশান্ত দিক্ষিত গৌরাঙ্গ দিক্ষিতের ভাই। বর্তমানে যে এডিসি রয়েছেন তাঁর ব্রাদার ইন ল কৌস্তভ ভালিকার। কিষাণ ধনকড় রাজ্যপালের নিকট আত্মীয়।' এদিন তারই পালটা জবাব দিলেন রাজ্যপাল। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement