Advertisement

গাইঘাটায় পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার কঙ্কাল, '৫ বছর আগে নিখোঁজ', দাবি পরিবারের

এলাকার একটি মাঠে হওয়ার কথা ছিল কালীপুজো। সেই জন্য ওই মাঠ এবং সংলগ্ন একটি ঘরে চলছিল সাফাই অভিযান। কালীপুজো উপলক্ষে অনুষ্ঠানের জন্য ওখানে মঞ্চ করারও কথা ছিল। তারই মাঝে সেখানে একটি নরকঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার যুবকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। এরপর পুলিশ গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। 

আরও পড়ুন আরও পড়ুন
Aajtak Bangla
  • গাইঘাটা,
  • 25 Oct 2022,
  • अपडेटेड 6:52 PM IST
  • নরকঙ্কাল উদ্ধার
  • পোশাক দেখে শনাক্ত
  • তদন্তে গাইঘাটা থানা

কালীপুজোর জন্য চলছিল সাফাই অভিযান। সেই সময়ই উদ্ধার হল বছর পাঁচেক আগে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কঙ্কাল (Skeleton Recovered)। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় (North 24 Parganas Gaighata)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, এলাকার একটি মাঠে হওয়ার কথা ছিল কালীপুজো। সেই জন্য ওই মাঠ এবং সংলগ্ন একটি ঘরে চলছিল সাফাই অভিযান। কালীপুজো উপলক্ষে অনুষ্ঠানের জন্য ওখানে মঞ্চ করারও কথা ছিল। তারই মাঝে সেখানে একটি নরকঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার যুবকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। এরপর পুলিশ গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। 

আরও পড়ুন

এদিকে ইতিমধ্যেই এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গায়ের পোশাক দেখে নরকঙ্কালটিকে শনাক্ত করে এলাকারই একটি পরিবার। ওই পরিবারের লোকজনের দাবি, বছর পাঁচের আগে তাঁদের বাড়ির এক সদস্য নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ সর্দার। তিনি রং মিস্ত্রির কাজ করতেন। মনোজবাবু নিখোঁজ হওয়ার পর গাইঘাটা থানায় মিসিং ডাইরিও করানো হয়। যদিও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে ওই নরকঙ্কালের গায়ের পোশাক দেখে শনাক্ত করেন তাঁরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

 

Read more!
Advertisement
Advertisement