
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বেড়ে যাচ্ছে। মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। এবার ঘটনাস্থল কোচবিহার। বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক ব্যক্তি। উদ্ধার দুই রাউন্ড গুলি একটি পিস্তল।
আগ্নেয়াস্ত্র-সহ বিহারের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করল কোচবিহারের দিনহাটা থানার পুলিশ। ধৃতের নাম আফসার মনসুরি। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি বিহারের কাঠিয়ারের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। দিনহাটায় তার যাতায়াতের খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার হয় তাকে।
অন্যদিকে, সাহেবগঞ্জ থানার পুলিশ বটতলা এলাকা প্রদীপ রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কোমর থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও একটি গুলি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভোটের আগে এলাকায় অস্ত্রের চাহিদা বেড়ে গিয়েছে। আর সেই কারণেই সক্রিয় হয়ে উঠেছে বেআইনি আস্ত্র কারবারিরা।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, 'দিনহাটা থানা আফসার মনসুরি নামে বিহারের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সাহেবগঞ্জ থানা প্রদীপ রায় নামে এক যুবককে অস্ত্র-সহ ধরেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'
প্রসঙ্গত বিহারের নির্বাচন শেষ হওয়ার পর এবার বাংলায় ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে। বছর ঘুরলেই নির্বাচন। এই পরিস্থিতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে আগ্নেয়াস্ত্রের আমদানি বাড়ছে বলেই মনে করছেন তদন্তকারীদের একাংশ। বিশেষ করে দিনহাটা মহকুমার নির্বাচন এলেই উত্তেজনা বাড়ে। তার সুযোগ নিয়েই ভিনরাজ্যের অস্ত্র ব্যবসায়ীরা বাংলায় ঢোকার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।