দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। অথচ শুনলে অবাক হবেন ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন ভারতের পতাকা ওঠেনি মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার একাংশে। তার আগের দিন অর্থাৎ ১৪ অগাস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান। আর পাকিস্তানের পতাকা উড়েছিল এই জায়গাগুলিতে। পরে ১৮ অগাস্ট ওই জায়গাগুলিতেও স্বাধীন ভারতের পতাকা ওড়ে। তাই আজও কোনও কোনও জায়গায় ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়।
১৮ অগাস্ট 'স্বাধীনতা দিবসের' ইতিহাস
১৮ অগাস্ট কেন মালদা ও মুর্শিদাবাদ ও নদিয়ায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলন হয়েছিল? ১৫ অগাস্ট কেন নয়? এর নেপথ্যে রয়েছে ইতিহাস।
বর্ধমান বিশ্ববিদ্যালের ইতিহাসের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী সেই ইতিহাস সম্পর্কে জানালেন, র্যাডক্লিফ সাহেবের হাতে ভার ছিল ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের। Radcliffe Line-এর খসড়া প্রস্তুতের সময় ঠিক হয় হিন্দু ও মুসলমান কোথায় কত সংখ্যায় বসবাস করছে, তার উপর নির্ভর করে এলাকা ভাগভাগি হবে। পুরো বিষয়টি দেখাশোনার ভার ছিল নেহরু, জিন্না, বল্লভভাই প্যাটেল, মহম্মদ আলি, শিখদের নেতা বলবন্ত সিংয়ের উপর। যাঁদের বলা হত বিগ বি। লর্ড মাউন্টব্যাটেন ও র্যাডক্লিফ এঁরা আগে থেকেই বিগ বি-কে বলে দিয়েছিলেন, খসড়া সামনে আনার পর তার বিরোধিতা করা যাবে না। বিগ-বি সেই প্রস্তাব মেনে নেয়।
রাজর্ষি চক্রবর্তীর মতে, খসড়া আগে থেকে সামনে আনতে চায়নি ইংরেজরা। কারণ, তারা জানত, দেশভাগের পর সীমানা নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা হবে। আর সেই সমস্যা মেটানোর দায় তখন বর্তাবে দুই দেশের সরকারের উপর। ইংরেজরা এই দায় থেকে নিজেদের মুক্ত রাখতেই খসড়া আগে থেকে সামনে আনতে চায়নি।
এরপর ক্ষমতা হস্তান্তরিত হয়। ১৪ অগাস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। আর সেই ১৪ অগাস্ট মালদা ও মুর্শিদাবাদে ওড়ে পাকিস্তানের পতাকা। কারণ, খসড়া সামনে আনা না হলেও একথা সবাই জানতেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে।
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত। এদিকে ১৬ অগাস্ট মাউন্টব্যাটেন ও র্যাডক্লিফ সামনে আনেন সেই খসড়া। সেখানে দেখা যায়, মালদা ও মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু অংশকে তাঁরা ভারতের ভাগেই রেখেছেন। আবার হিন্দু অধ্যুষিত একটি জেলাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করেছেন।
সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। ফলে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছতে দেরি হয়। ১৭ আগাস্ট মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশের মানুষ জানতে পারেন, তাঁরা ভারতেরই অন্তর্ভুক্ত। তাই ১৮ অগাস্ট সেই সব জায়গাগুলিতে স্বাধীন ভারতের পতাকা ওড়ে। আবার বনগাঁ মহকুমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ১৯৪৭ সালের ১৭ আগস্ট মধ্যরাতে ঘোষণা করা হয়, এই মহকুমার বিস্তীর্ণ অংশ ভারতেরই অন্তর্গত।
তারপর থেকে আজও ওই সব জেলার কোনও কোনও জায়গায় ১৫ ও ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হয়।