Advertisement

India UK FTA News: ব্রিটেনে বড় চুক্তি কেন্দ্রের, এবার সস্তায় রফতানি বাংলার এই পণ্যগুলির

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA): ব্রিটেনে এবার ভারতের কাপড়, চা, মশলা, সিল্ক, কাশ্মীরি কেশর, ব্যাট আরও সস্তা হবে! তালিকায় পশ্চিমবঙ্গের পণ্যও।

ব্রিটেনে সস্তায় রফতানি হবে বাংলার  এই পণ্যগুলি।ব্রিটেনে সস্তায় রফতানি হবে বাংলার এই পণ্যগুলি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 12:19 PM IST
  • ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (India-UK Free Trade Agreement) লাগু হল। 
  • এর ফলে ভারতের প্রায় ৯৯% পণ্যই ব্রিটেনে ‘০’ বা অত্যন্ত কম ট্যাক্সে রফতানি করা যাবে।
  • এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রোডাক্টও আছে।

শেষ পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (India-UK Free Trade Agreement) লাগু হল। দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতের প্রায় ৯৯% পণ্যই ব্রিটেনে ‘০’ বা অত্যন্ত কম ট্যাক্সে রফতানি করা যাবে। ভারত থেকে যে পণ্যগুলি ব্রিটেনে কম ট্যাক্স বা জিরো ট্যাক্সে রফতানি করা যাবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রোডাক্টও আছে। অন্যদিকে, UK-এর ৯০% পণ্যই ভারতে কম ট্যারিফে আসবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থানকে আরও মজবুত হবে। এর থেকে বছরে ৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২০ বিলিয়ন ডলার-এ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

কোন কোন পণ্য সস্তা হবে?
এই চুক্তির ফলে ভারতের সাধারণ মানুষও উপকৃত হবেন। স্কচ হুইস্কি-র দাম ২০-৫০% কমে যেতে পারে। এই বিষয়ে বিশদে জানতে এই খবরটি পড়ুন(এখানে টাচ করুন)

এর পাশাপাশি ইলেকট্রনিক পণ্য, পোশাক, চামড়ার জিনিস, ওষুধ, ধাতব সামগ্রী এবং গয়না-র দামও কমতে পারে।

ব্রিটেনে কোন কোন ভারতীয় পণ্যের বিক্রি বাড়বে?
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই একটি তালিকাও প্রকাশ করেছেন। সেই তালিকায় রাজ্যের ভিত্তিতে বিভিন্ন ‘Made in India’ প্রোডাক্টের তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রোডাক্টও। 

  • জম্মু ও কাশ্মীর: পশমিনা শাল, বাসমতী চাল, কাশ্মীরি কেশর ও উইলো ব্যাট
  •  হিমাচল ও উত্তরাখণ্ড: বাসমতী চাল
  • পঞ্জাব (জলন্ধর): খেলাধুলার সামগ্রী, বাসমতী চাল
  • দিল্লি: বাসমতী চাল
  • রাজস্থান (জয়পুর): রত্ন ও গয়না
  • গুজরাত (সুরাত, মোরবি): বস্ত্র, মাটির পাত্র, হিরে
  • মহারাষ্ট্র (কলাপুরি): জুতো, IT সার্ভিস
  • কর্ণাটক (চন্নাপট্টন): কাঠের খেলনা
  • কেরল: রবার, হলুদ
  • উত্তরপ্রদেশ (খুরজা, মেরঠ, আগ্রা, কানপুর): মাটির পাত্র, খেলাধুলার সামগ্রী, বাসমতী চাল, চামড়ার সামগ্রী
  • তেলেঙ্গানা: IT সার্ভিস
  • আন্ধ্রপ্রদেশ: কফি ও হলুদ
  • তামিলনাড়ু (কাঞ্চিপুরম): শাড়ি, হলুদ, পুতুল, স্লিপার, IT সার্ভিস
  • বিহার (ভাগলপুর): সিক্কি ঘাস পুতুল, সিল্ক, মাখানা, লিচু
  • ত্রিপুরা: প্রাকৃতিক রবার
  • পশ্চিমবঙ্গ: শাড়ি, দার্জিলিং চা, পুতুল ও শান্তিনিকেতনের লেদার পণ্য

তবে কিছু ক্ষেত্রে দাম বাড়তেও পারে। যেমন, অটোমোবাইল, মোটরসাইকেল, কৃষিজাত পণ্য এবং স্টিল-জাত দ্রব্য সামান্য বেশি দামে বিক্রি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement