IPS দময়ন্তী সেন দৈত্যকুলের প্রহ্লাদ। মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের সাংসদের মতে, রাজ্য়ের পুলিশ-প্রশাসন বর্তমানে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। কিন্তু, দময়ন্তী সেন তাঁদের মধ্যে ব্য়তিক্রম। তিনি পার্কস্ট্রিট কাণ্ডে সেকথা প্রমাণ করে দিয়েছেন।
প্রসঙ্গত, রাজ্যের চারটি ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী থানার ধর্ষণ মামলা মামলাগুলির তদন্ত হবে আইপিএস (IPS) দময়ন্তী সেনের নজরদারিতে। বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল CP পদে রয়েছেন দময়ন্তী সেন।
দময়ন্তী সেনকে এই দায়িত্বভার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। ব্যতিক্রম নয় কংগ্রেসও। এদিন অধীর চৌধুরী বলেন, 'দময়ন্তী সেনকে বলা যেতে পারে দৈত্যকূলের প্রহ্লাদ। সারা বাংলার পুলিশ প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়েছে। কিন্তু, দময়ন্তী সেন ব্যতিক্রমী চরিত্র। তাঁকে সারা বাংলার মানুষ চেনে, জানে।'
অধীরের আরও সংযোজন, 'দময়ন্তী সেন মাথা নীচু করেননি কোনওদিন। পার্কস্ট্রিট কাণ্ডকে মুখ্যমন্ত্রী ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পারেননি। হাইকোর্টের মনে হয়েছে দময়ন্তী সেন একজন যোগ্য ও দক্ষ অফিসার এই তদন্তের। কোর্টের সিদ্ধান্তকে স্বাগত। আমি দময়ন্তী সেনের সাফল্য কামনা করছি।'