হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 'কাঁচা বাদাম' গানের গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় তাঁকে। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় আহত হন ভুবন বাদ্যকর। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ভুবন বাদ্যকর। সেই গাড়িটি নিয়েই ড্রাইভিং শিখছিলেন তিনি। সেইসময়ই ঘটে যায় দুর্ঘটনা। বুকে চোট পান ভুবন। আহত অবস্থায় প্রথমে তাঁকে বীরভূমের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি স্থানান্তরিত করা হয় বর্ধমানে।
সেখানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর মঙ্গলবার হাসপাতাল ছেকে ছুটি দেওয়া হয় ভবুন বাদ্যকরকে। কাঁচা বাদাম (Kacha Badam) গানের জন্য একটি সংস্থা থেকে পাওয়া টাকায় গাড়িটি কেনেন ভুবন। সেই গাড়িটি নিয়েই ড্রাইভিং শিখছিলেন তিনি।
প্রসঙ্গত, ভুবন বাদ্যকর হলেন বীরভূমের এক বাদাম বিক্রেতা। বিশেষ একটি গান গেয়ে বাদাম বিক্রি করতেন তিনি। তাঁর সেই গানটিই মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই ব্যাপক জনপ্রিয় হয়ে যান ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গানের একটি মিউজিক ভিডিও রিলিজ হয়।
শুধু বাংলাতেই নয়, সারা দেশ তথা বিদেশেও ছড়িয়ে পড়ে তাঁর কাঁচা বাদাম গানটি। অনেকেই তাঁর গানটির সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন। সেই ভিডিওগুলিও যথেষ্ট জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়। রাজ্য পুলিশ সহ বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে। সম্প্রতি ইন্ডিয়া টুডে গ্রুপকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভুবন জানান, তিনি এখন আর বাদাম বিক্রি করতে চান না, বরং গান গাইতে চান।
আরও পড়ুন - ৫ দিনে ২ বার কনসিভ করলেন মহিলা, বিরল ঘটনায় অবাক চিকিৎসকরা