Advertisement

Kalpataru Utsav: দু'বছর পর কল্পতরু উৎসবে খুলছে কাশীপুর উদ্যানবাটি, মানতে হবে বিশেষ নিয়ম

কল্পতরু উৎসবে ভক্তদের জন্য সুখবর! করোনার (Covid) জন্য গত ২ বছর ধরে কল্পতরু (Kalpataru) উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে যেতে পারেননি ভক্তরা। কিন্তু এবার পারবেন। ফের দরজা খুলতে চলেছে কাশীপুর উদ্যানবাটির। উৎসব চলবে ৩ দিন ধরে।

কাশীপুর উদ্য়ানবাটিকাশীপুর উদ্য়ানবাটি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Dec 2022,
  • अपडेटेड 7:39 AM IST
  • কল্পতরু উৎসবে ভক্তদের জন্য সুখবর!
  • করোনার জন্য গত ২ বছর ধরে যেতে পারেননি ভক্তরা

কল্পতরু উৎসবে ভক্তদের জন্য সুখবর! করোনার (Covid)  জন্য গত ২ বছর ধরে কল্পতরু (Kalpataru) উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে যেতে পারেননি ভক্তরা। কিন্তু এবার পারবেন। ফের দরজা খুলতে চলেছে কাশীপুর উদ্যানবাটির। উৎসব চলবে ৩ দিন ধরে।  

২০২১ এবং ২০২২, এই ২ বছর করোনার বাড়বাড়ন্তে ভক্ত-সমাগম বন্ধ রাখা হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে। কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ২ বছর পর এবার ফের কল্পতরু উৎসবে ভক্তদের জন্য খুলবে কাশীপুর উদ্যানবাটির প্রবেশদ্বার।
তবে এবছরও ফের কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশে। ভারতও সতর্কতা জারি করেছে। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণ ফের বাড়তে পারে, এমন আশঙ্কায় মঠের তরফে ভক্তদের কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন, কাশীপুর রামকৃষ্ণ মঠের অধ্য়ক্ষ স্বামী দিব্যানন্দ।

কল্পতরু উৎসব কী ?

আরও পড়ুন

কল্পতরু উৎসবের সূচনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু, অর্থাৎ যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে৷ ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ বলেছিলেন, ' তোমাদের চৈতন্য হোক'৷ তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনটি পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে।

এবারের উৎসব কতদিনের ?

কাশীপুর উদ্যানবাটির তরফে জানানো হয়েছে, এবছর ৩ দিন ধরে চলবে কল্পতরু উৎসব। তবে যাঁদের কোমর্বিডিটিজনিত সমস্যা রয়েছে, তাঁদের ভিড় এড়াতে ২ ও ৩ জানুয়ারি যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভক্তদের কোভিডবিধি মেনে উৎসবে অংশ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement