Advertisement

Katihar Express Murder Case: বালির তবলাবাদক খুন মামলা: সেই 'সাইকো কিলার'-কে ধরে আনা হল রাজ্যে

হাওড়া ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর জাঠকে গুজরাত থেকে নিয়ে এলো রাজ্য পুলিশ। অভিযুক্ত ভোলুকে এর আগে ধর্ষণ ও হত্যার অভিযোগে গুজরাত পুলিশ গ্রেফতার করেছিল।

বালির তবলাবাদকের খুনে অভিযুক্তকে ধরল পুলিশ।-ফাইল ছবিবালির তবলাবাদকের খুনে অভিযুক্তকে ধরল পুলিশ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 5:19 PM IST
  • হাওড়া ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর জাঠকে গুজরাত থেকে নিয়ে এলো রাজ্য পুলিশ।
  • অভিযুক্ত ভোলুকে এর আগে ধর্ষণ ও হত্যার অভিযোগে গুজরাত পুলিশ গ্রেফতার করেছিল।

হাওড়া ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর জাঠকে গুজরাত থেকে নিয়ে এলো রাজ্য পুলিশ। অভিযুক্ত ভোলুকে এর আগে ধর্ষণ ও হত্যার অভিযোগে গুজরাত পুলিশ গ্রেফতার করেছিল। তার সেখানকার জেল হেফাজতের মেয়াদ শেষ হলে পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে হাওড়ায় নিয়ে আসে।

তদন্তের মোড় ও ভোলুর স্বীকারোক্তি
গত ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভোলুর নাম। সিসিটিভি ফুটেজ ও ট্রেনের যাত্রাপথ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়। ভোলু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে বিড়ি খাওয়া নিয়ে বচসার সময় সে সৌমিত্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এবং তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি
ভোলু শুধু তবলাবাদক সৌমিত্রকেই নয়, গত দুই মাসে আরও চারজন তরুণীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠছে।
২০ অক্টোবর: মহারাষ্ট্রের সোলাপুরে পুনে-কন্যাকুমারী এক্সপ্রেসে যৌন নির্যাতনের পর এক মহিলাকে হত্যা। কর্নাটক: বেঙ্গালুরু-মুরুদেশ্বরগামী ট্রেনে আরও এক মহিলাকে খুন। ১৪ নভেম্বর: গুজরাতের উর্বারায় একই ধরনের আরেকটি হত্যাকাণ্ড। ২৪ নভেম্বর: সেকেন্দরাবাদে আরেক হত্যাকাণ্ডের অভিযোগে গুজরাত পুলিশের হাতে ধরা পড়ে সে।

ভোলুর অপরাধ জীবন
হরিয়ানার বাসিন্দা ভোলুর অপরাধজীবন শুরু পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সাইকেল চুরির মাধ্যমে। এর পর ট্রাক চুরি, ডাকাতি ও হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে। ২০১৫ সালে প্রথম গ্রেফতার হয় উত্তরপ্রদেশে। ভোলুর বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাতটি ট্রাক চুরির মামলা রয়েছে।

মানসিক অবস্থা ও চলাফেরার ধরন
পোলিওর কারণে ভোলুর বাঁ পায়ে সমস্যা রয়েছে, যা তার হাঁটার বিশেষ ধরন তৈরি করেছে। এই বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। তবে তদন্তকারীরা তাঁর স্বীকারোক্তি নিয়ে সন্দিহান এবং আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চান।

Advertisement

সামাজিক প্রভাব ও পরবর্তী পদক্ষেপ
ভোলুর ভয়াবহ অপরাধচক্রে সারা দেশ শিউরে উঠেছে। পুলিশ জানিয়েছে, হাওড়া আদালতে তাঁকে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হবে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে এই অপরাধচক্রের পিছনের কারণ ও অন্যান্য অপরাধের তথ্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।

 

Read more!
Advertisement
Advertisement