Advertisement

Loksabha Election Results 2024 North Bengal: উত্তরবঙ্গের ৮ আসনে জয়ী প্রার্থীদের তালিকা, এক ঝলকে

Loksabha Election Results 2024 North Bengal: পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে ভোট গণনা প্রায় শেষের দিকে। এক নজরে দেখে নিন কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কেই বা পিছিয়ে রয়েছেন। আর যেসব জায়গাগুলিতে ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, সেগুলিতে কোন দলের কটা আসন জেনে নিন। উত্তরবঙ্গের ৮ আসনে জয়ীরা।

উত্তরবঙ্গের ৮ আসনে জয়ী প্রার্থীদের তালিকা, এক ঝলকেউত্তরবঙ্গের ৮ আসনে জয়ী প্রার্থীদের তালিকা, এক ঝলকে
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 05 Jun 2024,
  • अपडेटेड 6:30 AM IST
  • পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে ভোট গণনা প্রায় শেষের দিকে।
  • এক নজরে দেখে নিন কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কেই বা পিছিয়ে রয়েছেন।

Losabha Election 2024 West Bengal North Bengal: মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গের ৮ আসনে যাঁরা জয়ী হয়েছেন। তাঁদের তালিকা দেওয়া হল। পরবর্তীতে যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও রদবদল হয়, তাহলে তা সূচিত করে দেওয়া হবে।

আলিপুরদুয়ার

                        বিজয়ী বিজেপির মনোজ টিগ্গা।                    পরাজিত  তৃণমূলের প্রকাশ চিকবরাইক।

আরও পড়ুন

দার্জিলিং

                        বিজয়ী বিজেপির রাজু বিস্তা।                        পরাজিত তৃণমূলের গোপাল লামা।

জলপাইগুড়ি

                        বিজয়ী  বিজেপির জয়ন্ত রায়।                       পরাজিত তৃণমূলের নির্মলচন্দ্র রায়।

কোচবিহার

                        বিজয়ী তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া।         পরাজিত বিজেপির নিশীথ প্রামাণিক।

রায়গঞ্জ 

                        বিজয়ী বিজেপির কার্তিক পাল।                      পরাজিত তৃণমূলের কৃষ্ণকুমার কল্যাণী। 

বালুরঘাট

                        বিজয়ী বিজেপির সুকান্ত মজুমদার।                পরাজিত তৃণমূলের বিপ্লব মিত্র। 

মালদা

                       বিজয়ী  বিজেপির খগেন মুর্মূ।                          পরাজিত তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়।

মালদা দক্ষিণ

                       বিজয়ী কংগ্রেসের ইশা খান চৌধুরী।                  পরাজিত বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement