Advertisement

'প্রচারে মমতা ছাড়া আর কারও ছবি নয়', সাফ জানালেন মদন

আত্মবিশ্বাসের সুরে মদন মিত্র বলেন, 'কামারহাটিতে (Kamarhati Municipality) ৩৫টি ওয়ার্ডের সবকটিতেই তৃণমূল জিতবে। কামারহাটিকে ঢেলে সাজাব। ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমি মদন মিত্র নিজে কথা দিচ্ছি।'  

মদন মিত্র
দীপক দেবনাথ
  • কামারহাটি,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 11:25 PM IST
  • পুত্রবধূর হয়ে প্রচার সারলেন মদন
  • প্রচারে শুধু মমতার ছবি ব্যবহারের ঘোষণা
  • কামারহাটিতে কর্মসংস্থানের আশ্বাস

আসন্ন পুরনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া আর কারও ছবি ব্যবহার করা হবে না। বুধবার সাফ একথা জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কারও ছবি ব্যবহার করব না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা স্থানীয় সাংসদের ছবিও পোস্টার, ফ্লেক্সে লাগানো হবে না। কারণ দল বলেছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো যাবে।' যদিও পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও জানান তিনি। এদিন বিকালে কামারহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা নিজের পুত্রবধূ মেঘনা মিত্রর সমর্থনে প্রচারে বেরিয়ে এমনটা বলেন মদন মিত্র। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) ভূয়সী প্রশংসা করেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, 'আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আমাদের হৃদয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, তাহলে কপালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যাঁরা মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ খুঁজছিলেন, তাঁদের কাঁঠাল ভাঙার দিন শেষ।'

একইসঙ্গে তৃণমূলে থেকে যাঁরা দলের বিরোধিতা করছেন বা নির্দল হয়ে লড়ছেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেন, 'কামারহাটিতে কোনও বেইমানি সহ্য করা যাবে না। তৃণমূল ছেড়ে যাঁরা নির্দল করছেন, তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না। নির্দলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কাউকেও বরদাস্ত করব না।' 

এদিন ফের একবার আত্মবিশ্বাসের সুরে এলাকার বিধায়ক বলেন, 'কামারহাটিতে (Kamarhati Municipality) ৩৫টি ওয়ার্ডের সবকটিতেই তৃণমূল জিতবে। কামারহাটিকে ঢেলে সাজাব। ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমি মদন মিত্র নিজে কথা দিচ্ছি।'  

আরও পড়ুনIRCTC-র রামলালা! কাশী সহ সব তীর্থ একটাই ট্রেনে, ভাড়া কত?

 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement