Advertisement

Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসেই, কত তারিখ? যা জানা যাচ্ছে...

এ বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এখবর জানা যাচ্ছে। এর আগে জানা গিয়েছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেদিন যেহেতু দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা, তাই পর্ষদ ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে এখনও পর্ষদের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

মাধ্য়মিকের রেজাল্ট কবে বের হবে? পর্ষদ থেকে এল আপডেটমাধ্য়মিকের রেজাল্ট কবে বের হবে? পর্ষদ থেকে এল আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 4:57 PM IST
  • এ বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এখবর জানা যাচ্ছে।
  • এর আগে জানা গিয়েছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট বেরোবে।

এ বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এখবর জানা যাচ্ছে। এর আগে জানা গিয়েছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেদিন যেহেতু দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা, তাই পর্ষদ ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে এখনও পর্ষদের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

এবারের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পড়ুয়া। যদি ২ মে ফল প্রকাশিত হয়, তাহলে তা ৭০ দিনের মাথায় প্রকাশ হবে।

সূত্রের খবর, এবার ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে খানিক দ্বিধায় পড়েছিল পর্ষদ। ‘কীভাবে এত দ্রুত খাতা মূল্যায়ন সম্ভব?’—এ প্রশ্ন উঠেছিল শিক্ষক মহলেও। সেই বিতর্কের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদের কর্মকর্তারা মিলে ফলপ্রকাশের নির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করেন। উচ্চ-মাধ্যমিকের ফলও যথাসময়ে প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

জানা যাচ্ছে, ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন।

তবে বিষয়টি নিশ্চিত করতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, 'আমার কাছে কোনও খবর নেই।'

 

Read more!
Advertisement
Advertisement