Advertisement

Malda Violence Suvendu: মালদায় অস্ত্র উঁচিয়ে হুঙ্কার, পুলিশেরই গাড়ি ভাঙচুর, Video পোস্ট করে সরব শুভেন্দু

Malda Violence Suvendu: যতদূর চোখ যায়, খালি চকচকে ধারাল ইস্পাতের মিছিল। সঙ্গে হুঙ্কার, ভাঙচুর, উত্তেজনা। রীতিমতো ভয় ধরানো ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী।

মালদহে মহরম ঘিরে অশান্তি, পুলিশ-সহ আহত ৪মালদহে মহরম ঘিরে অশান্তি, পুলিশ-সহ আহত ৪
Aajtak Bangla
  • মালদা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 7:21 PM IST
  • ভয় ধরানো ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী।
  • ড)। তাঁর দাবি, মহরম পালনের অছিলায় পুলিশের সামনেই অস্ত্র উঁচিয়ে চলেছে অরাজকতা।
  • রবিবার মালদার ইংলিশবাজারের নোরহট্টা গ্রাম পঞ্চায়েতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

Malda Violence Suvendu: যতদূর চোখ যায়, খালি চকচকে ধারাল ইস্পাতের মিছিল। সঙ্গে হুঙ্কার, ভাঙচুর, উত্তেজনা। রীতিমতো ভয় ধরানো ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী (নিচে Video এম্বেড)। তাঁর দাবি, মহরম পালনের অছিলায় পুলিশের সামনেই অস্ত্র উঁচিয়ে চলল শাসানি, ভাঙচুর, চরম অরাজকতা। রবিবার বিকেলের এমনই ভয়ঙ্কর ভিডিও শেয়ার করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ভিডিওতে রীতিমতো আতঙ্কের সুর শোনা যাচ্ছে পরিবারের গলায়। সম্ভবত বাড়ির ছাদ থেকে ভিডিওটি তোলা হয়েছে। দেখা যাচ্ছে, রাস্তাজুড়ে ভয়ঙ্কর উন্মত্ত আচরণ চলছে। 

বিনা কারণে দোকান, বাড়ি ভাঙচুর
সূত্রের খবর, রবিবার মালদার ইংলিশবাজারের নোরহট্টা গ্রাম পঞ্চায়েতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপর মঙ্গলবার সকালেও লক্ষ্মীপুর বাজারপাড়া এলাকায় ভয়ানক অরাজকতা চবে। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বচসা হিংসাত্মক রূপ নেয়।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় মহরমের তাজিয়া বের হওয়ার সময়েই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেই সময় মিছিলে অংশগ্রহণকারীরা লাঠি ও বাঁশ হাতে নিয়ে কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ।

শুভেন্দুর শেয়ার করা ভিডিও(সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in):


পুলিশকেই ভয়ঙ্কর আক্রমণ
মঙ্গলবার সকালে এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই কয়েকটি দোকান ও বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। শুরু হয় ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে ফের ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।

তবে এবার পুলিশের গাড়ি ঘিরেই শুরু হয় হামলা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাথর। হামলায় এক পুলিশ আধিকারিক ও তিনজন সিভিক ভলান্টিয়ার আহত হন। পাশাপাশি একটি পুলিশ গাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি প্রাইভেট কারেও হামলা হয়েছে বলে অভিযোগ।

পরিস্থিতি উত্তপ্ত থাকায় গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে রাস্তায় টহলদারি চলছে। 

'হিন্দুরা ঐক্যবদ্ধ...'
এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে মহরম ঘিরে অশান্তি নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহরম 'পালনে'র বিভিন্ন ভিডিও দেখিয়ে তিনি অশান্তি, হুমকির অভিযোগ করেন। বলেন, 'যেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে প্রতিরোধ গড়ে উঠেছে। আমার এলাকায় নন্দীগ্রামে ওরা পারেনি, কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল। তুলসীর মঞ্চে হাত দিতে এলেই রুখে দাঁড়িয়েছে হিন্দুরা।'

মুসলিম তোষণ: শুভেন্দু
তিনি আরও অভিযোগ করেন, 'মহেশতলায় হিন্দুরা ঐক্যবদ্ধ না হওয়ায় তুলসী মঞ্চ তুলে ফেলা হয়েছে। রাজ্যে মুসলিম তোষণ সীমা ছাড়িয়ে গিয়েছে।' এমনকি বাংলার বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনাও টানেন শুভেন্দু।

Advertisement

সাম্প্রতিক ঘটনাগুলি কেন্দ্র করে জেলার প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অশান্তির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে গোটা পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক তোষণের অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

Read more!
Advertisement
Advertisement