পুজোর মুখেই ভয়াবহ ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য রক্ষা মালদার হরিশ্চন্দ্রপুরে। ব্যাগ খুলতেই উদ্ধার হল প্রচুর তাজা বোমা। এলাকাবাসী জানাচ্ছেন, শিশুরাই ওই ব্যাগে প্রথমে হাত দিয়েছিল বুধবার সকালে। তারাই ওই ব্যাগ এক জায়গা থেকে আর এক জায়গায় টেনে নিয়ে যায়। কিন্তু ব্যাগের ভিতর একটা ছুরি পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় তারা। এরপর স্থানীয় বাসিন্দারা এসে দেখেন, ব্যাগের ভিতরে রয়েছে বোমা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হরিশ্চন্দ্রপুরের ঝিকোডাঙা গ্রামের বাসিন্দারা।
খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে বলে অভিযোগ এলাকাবাসীর। বোমা দুটি রাস্তার মাঝখানে রেখে রেখে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে ভিলেজ পুলিশ। গ্রামবাসীদের প্রশ্ন, কোনও প্রশিক্ষণ ছাড়াই কীভাবে পুলিশ বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে?
কে বা কারা ওই স্থানে ওই ব্যাগটি ফেলে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিজেপির তরফে অভিযোগ, পুলিশ প্রশাসন মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।