রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিবেশ এবং পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন অভিযোগ তোলেন বিরোধী থেকে সাধারণ মানুষ। এবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তেমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওতে এক রোগীর দেহে ইঁদুরকে চলে বেড়াতে যাচ্ছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় স্বাস্থ্যমহলে। সরব হয় রাজ্যের প্রধান বিরোধী হয় বিজেপিও। যদিও হাসপাতালের সুপার জানান ইঁদুরের উপদ্রব ঠেকাতে পেস্ট কন্ট্রোল চলছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও একটি ওয়ার্ডের মেঝেতে শুয়ে রয়েছেন এক বৃদ্ধ। গায়ে কম্বল চাপা দেওয়া। সেই কম্বলের উপরই ঘুরে বেড়াচ্ছে একটি ইঁদুর। প্রথমে ওই বৃদ্ধের পায়ের কাছে কম্বলে ঘোরাফেরা করলেও এরপর একেবারে তাঁর বুকে কাছে চলে আসে ইঁদুরটি। প্রথমে ওই বৃদ্ধ আলতো হাতেই ইঁদুরটিকে ধরার চেষ্টা করছিলেন। তবে বাগে আনতে না পেরে অবশেষে কিছুটা শক্তি প্রয়োগ করেন। ইঁদুরের মাথার কাছটা চেপে ধরেন বাঁ হাত দিয়ে। এরপরই ডান হাত দিয়ে সমানে কিল মারতে থাকেন ইঁদুরটিকে। হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা বৃদ্ধ ও ইঁদুরের এই লড়াই দেখে চমকে উঠছেন নেটাগরিকরা।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি (BJP)। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে বিজেপির কটাক্ষ, "বাংলার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা! মালদা হাসপাতাল ইঁদুরদের দ্বারা আক্রান্ত এবং ইঁদুরের সঙ্গে রোগীর লড়াই করার একটি ভয়ানক দৃশ্য দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী কি এখনও দাবি করবেন যে বাংলায় বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়"?
প্রসঙ্গত, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital) ইঁদুরের উৎপাত নিয়ে অভিযোগ রয়েছে অন্যান্য রোগীর পরিজনদেরও। কখনও কখনও ইঁদুর রোগীদের বিছানাতে উঠে পড়ছে বলেও অভিযোগ। যদিও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছেন। এমনকী পেস্ট কন্ট্রোলের কর্মসূচিও করা হচ্ছে। শুধু ইঁদুর নয়, সাপের উপদ্রব ঠেকাতেও এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সুপার।
আরও পড়ুন - নারকেল তেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে মুখে লাগান, গ্ল্যামার ফেটে পড়বে