Advertisement

'তৃণমূলে ফিরতেই পারেন', WhatsApp গ্রুপ ত্যাগী শান্তনুকে বার্তা মমতাবালার!

BJP-তে অব্যাহত WhatsApp বিদ্রোহ। সূত্রের খবর, সোমবার দলের অফিসিয়াল WhatsApp গ্রুপ ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর। আর তা নিয়ে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।

ফাইল ছবি ফাইল ছবি
দীপক দেবনাথ
  • উত্তর ২৪ পরগনা ,
  • 04 Jan 2022,
  • अपडेटेड 1:17 PM IST
  • BJP-তে অব্যাহত WhatsApp বিদ্রোহ
  • সূত্রের খবর, সোমবার দলের অফিসিয়াল WhatsApp গ্রুপ ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর
  • আর তা নিয়ে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির

BJP-তে অব্যাহত WhatsApp বিদ্রোহ। সূত্রের খবর, সোমবার দলের অফিসিয়াল WhatsApp গ্রুপ ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর। আর তা নিয়ে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। বললেন, 'তৃণমূল ছেড়ে অনেকেই গিয়েছেন। আবার ফিরেও এসেছেন।'  

প্রাক্তন TMC সাংসদ মমতাবালা ঠাকুরের প্রতিক্রিয়া 'আমি কিছু বলতে পারব না। এটা সম্পূর্ণ তাঁর এবং বিজেপির ব্যাপার। তবে গর্ব করে বলতে পারি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঠাকুর বাড়িতে এসছিলেন। কিন্তু মতুয়াদের জন্য কিছুই করেননি। তাই এটাই বলতে পারি বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেননি।' 

আরও পড়ুন

এরপরই তাঁর সংযোজন, 'যদি তৃণমূলে কেউ আসতে চায় আসতেই পারেন। আমাদের কোনও আপত্তি নেই। অনেকেই তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন। আবার ফিরেও এসেছেন। তবে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।' 

শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর-সহ একাধিক নেতা যাঁরা বিজেপির গ্রুপ ছাড়ছেন এবং দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাঁদের প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন 'তাঁদের সৎ বুদ্ধি হোক।' যদিও এই নিয়ে শান্তনু ঠাকুরের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

Read more!
Advertisement
Advertisement