Advertisement

Mamata Banerjee: ৬ অগাস্ট সব জেলার সব ব্লকে কেন্দ্র-বিরোধী ধর্না, নবান্নে জানালেন মমতা

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে ফের বঞ্চনার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মমতা। এরই প্রতিবাদে ৬ অগাস্ট প্রতিবাদে তৃণমূল পথে নামবে বলে জানান নেত্রী। রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে কলকাতা সহ শহরতলির জেলার প্রতিটি ব্লকে ধর্না হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2023,
  • अपडेटेड 5:24 PM IST
  • কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে ফের বঞ্চনার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মমতা
  • এরই প্রতিবাদে ৬ অগাস্ট প্রতিবাদে তৃণমূল পথে নামবে বলে জানান নেত্রী

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে ফের বঞ্চনার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মমতা। এরই প্রতিবাদে ৬ অগাস্ট প্রতিবাদে তৃণমূল পথে নামবে বলে জানান নেত্রী। রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে কলকাতা সহ শহরতলির জেলার প্রতিটি ব্লকে ধর্না হবে। কলকাতা ও শহরতলিতেও হবে মিটিং মিছিল। এদিন এমনই নির্দেশ দেন তিনি। এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পাশে বসিয়ে রাজ্যের ঋণের যাবতীয় হিসেব দেন।

মমতা এদিন বলেন, "যদি লোন নেন, শোধ না করেন তাহলে তা লাফিয়ে বাড়ে। নতুন রাজ্যগুলিতে লোন নেই। সিপিএম তো স্মল বিজনেস থেকেও লোন নিয়েছে। সিপিএমের লোন শোধ করতে হয়েছে।"

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর দাবি, ২০১১ সালে ঋণের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছিল, এখন তা ৫.৮৬ লক্ষ কোটি টাকা। জিডিপি বাড়লে ঋণ বাড়ে। আগে ৪০% ঋণ ছিল, এখন তা ৩৩%-এ নেমে এসেছে। এ প্রসঙ্গে মমতা বলে ওঠেন, "এর মধ্যে কেন্দ্র সরকারের ঋণও বেড়েছে। যা ওরা বলে না। কেন্দ্রের ঋণের বোঝা ৬২.৪২ লক্ষ কোটি থেকে ১৫০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।"

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "বাজেট বেড়েছে, খরচ বেড়েছে সেইসঙ্গে লাভও বেড়েছে। নতুন ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদিতে খরচ হয়েছে। এত সোশ্যাল স্কিম করার পরেও, বাংলার এই অর্থনৈতিক অবস্থা তারপরও বাংলা একশো দিনের কাজে পরপর ৫ বার প্রথম হয়েছিল। ১০০ দিনের ৭ হাজার কোটি টাকা কেন্দ্র এখনও দিল না। ২৩-২৪-এর বাজেটে বাংলাকে এক পয়সাও দেয়নি। সব রাজ্য পেলে বাংলা কেন পাবে না? বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন দেওয়া হবে না। ৬০-৪০ তো রাজ্য দিলে, কেন্দ্রকেও দিতে হবে। জিএসটির ট্যাক্স নিয়ে যাচ্ছে কেন্দ্র।"

Advertisement

তাঁর আরও দাবি, 'গ্রামীণ রাস্তা তৈরির টাকা দেয়নি। আমরা আমাদের টাকা থেকে করেছি। আরও ১১ হাজার রাস্তা রাজ্যের টাকা দিয়ে করছি। রাস্তাতেও আমরা এক নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনাতেও এক নম্বরে ছিলাম। তারপরও ওরা রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে লোকের টাকা আটকে দিয়েছে। কেন্দ্রের বিরোধীতায় ৬ অগাস্ট রাজ্যের প্রত্যেকটি ব্লকে বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত ধর্না হবে। কলকাতা ও শহরতলিতে মিটিং-মিছিল হবে।"

মঙ্গলবারই বাংলার মুকুটে বসে নয়া পালক। ২০২২ সালের স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ। শিল্পবান্ধব পরিবেশের জন্যও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। এই  অ্যাওয়ার্ডগুলি প্রদর্শনীর জন্য। হ্যান্ডলুম ও টেক্সটাইলে বাংলা ভাল ফল করেছে। আলিপুর জেলে এই অ্যাওয়ার্ডগুলি রাখা হবে, বলে জানান মমতা। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement