Advertisement

'বাংলায় BSF-রাজ চালাবেন না,' শাহকে হুঁশিয়ারি মমতা

মুখ্যমন্ত্রী বলেন, "জিজ্ঞাসা করুন পাবলিকের পকেট থেকে যে টাকাটা কাটা হচ্ছে, সেটা কি কাটমানি না ছাঁটমানি। প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ৮০০ মেডিসিনের দাম বাড়ান হল। সেই টাকাটা কোথায় যাচ্ছে। পকেট কাটলে কী বলা যায়? না পকেট কাটলে পকেট কাট বলা যায় না"?

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2022,
  • अपडेटेड 6:54 PM IST
  • অমিত শাহকে পাল্টা মমতার
  • সিএএ, বিএসফসহ বিভিন্ন ইস্যুতে আক্রমণ

"ওঁর সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। ওসব প্রশ্নের উত্তর জয়প্রকাশ মজুমদার দেবেন"। সিএএ ও কাটমানি নিয়ে অ(Amit Shah)মিত শাহর করা অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে এমনটাই মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই পেট্রোল-ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে পালটা কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী বলেন, "জিজ্ঞাসা করুন পাবলিকের পকেট থেকে যে টাকাটা কাটা হচ্ছে, সেটা কি কাটমানি না ছাঁটমানি। প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ৮০০ মেডিসিনের দাম বাড়ান হল। সেই টাকাটা কোথায় যাচ্ছে। পকেট কাটলে কী বলা যায়? না পকেট কাটলে পকেট কাট বলা যায় না"?

নাগরিকত্ব নিয়ে এদিন ফের একবার বিজেপিকে (BJP) তথা কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "অলরেডি সবাই নাগরিক। আমি তো মনে করি এখানে যাঁরা বাস করেন, তাঁরা ভোট দিয়েছেন বলেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। তাঁরা যদি নাগরিক না হন তাগলে ভোট দিলেন কীকরে?" 

আরও পড়ুন

এদিন বিএসএফ নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমায় শেখাবেন না। দয়া করে বিএসএফ-কে দিয়ে রাজ্য শাসনের চেষ্টা করবেন না। মনে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ও দেশের বাসিন্দা হিসেবে আপনার প্রতি আমার সম্মান আছে। গরু পাচার, অনুপ্রবেশ রোধ, শান্তিশৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব। গণতন্ত্রকে ক্ষতি করে এমন রাজনৈতিক জটিলতা তৈরি করা আপনার উচিত নয়।" 

অন্যদিকে এদিন নিজের আগামী জেলা সফরের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ফের জেলা ভিত্তিক রিভিউ বৈঠক শুরু করছি। আগামী ১০ তারিখ পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। সেখানে বিকেল ৩টেয় রয়েছে প্রশাসনিক বৈঠক। তারপরের দিন বেলা ১১টায় রয়েছে দলীয় বৈঠক।" সেইদিন বিকেলে ৪টেয় ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Read more!
Advertisement
Advertisement