Advertisement

Mamata Banerjee: 'অত বোকা মমতা ব্যানার্জি নয়...', ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

তিনি 'বোকা' নন। মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের আগে কেন পুজো উদ্বোধন, তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। তবে এবার উদ্বোধন করেননি মমতা। পুজোর 'সূচনা' করলেন। বিরোধীদের এহেন অভিযোগের প্রেক্ষিতে এদিন মমতা বললেন, 'অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে।'

মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2024,
  • अपडेटेड 5:59 PM IST
  • তিনি 'বোকা' নন।
  • স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, 'অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে।'

তিনি 'বোকা' নন। মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের আগে কেন পুজো উদ্বোধন, তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। তবে এবার উদ্বোধন করেননি মমতা। পুজোর 'সূচনা' করলেন। বিরোধীদের এহেন অভিযোগের প্রেক্ষিতে এদিন মমতা বললেন, 'অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে।'


ঠিক কী বললেন মমতা?

শ্রীভূমির পুজোর সূচনা করে এদিন দেবীপক্ষের আগে পুজোর উদ্বোধনের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আজ মণ্ডপের উদ্বোধন না হলেও, কাল হবে। তাই নাম দিয়েছি উৎসব উৎসারিত।' এরপরেই মমতা বলেন, 'অনেকে বলবেন, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিলেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে। ধর্ম-কর্ম সম্পর্কে ষথেষ্ট জ্ঞান রয়েছে।আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, উনি রোজ
চণ্ডীপাঠ করতেন। ছোট থেকে দেখে অভ্যস্ত।'

গত কয়েক বছর ধরেই দুর্গাপুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবি মহালয়া থেকেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে, কলকাতায় অনেক পুজোর উদ্বোধন মহালয়ার আগেই হয়ে যায়। গত বছর মহালয়ার আগেই পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের আগে কেন পুজো উদ্বোধন, তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। তবে এবার উদ্বোধন করেননি মমতা। পুজোর 'সূচনা' করলেন। মহালয়ার আগে পুজো শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত জুলাই মাসে মমতা বলেছিলেন, 'এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। এর জন্য আমিই অনেকটা দায়ী। এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিই। মা আগে চলে আসেন।'  পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গ টানেন মমতা। তিনি আরও বলেছিলেন, 'মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিই। মা আগে চলে আসেন। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান। কারণ পুজোটা ভালবাসি আমরা। এই উৎসব সবার।' 

Advertisement

অন্য দিকে, এদিন বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, মহালয়ায় ভরা কোটাল এবং সূর্যগ্রহণ নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'মহালয়ায় হাইটাইড আছে। যাঁরা গঙ্গার দিকে থাকেন,তাঁদের সমস্যা। আগের বার তো জল আমার বাড়িতে ঢুকে গিয়েছিল। হাইটাইড আসবে, সূর্যগ্রহণ আছে, রাত ৯টা ১৩ মিনিটে শুরু হবে। তার প্রভাব পড়ে।' বন্যা পরিস্থিতি সম্পর্কে মমতা বলেছেন, 'এবার চারদিকে বন্যা হয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন।ঘাটাল, খানাকুল, উলুবেড়িয়ায় ত্রাণ পাঠানো হয়েছে। ডিভিসি দক্ষিণবঙ্গকে ভিজিয়েছে।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement