Advertisement

Mamata Banerjee: এবার উত্তরবঙ্গে মমতার অ্যান্টি SIR ক্যাম্পেন, চলতি সপ্তাহে কোন কোন জেলায় পদযাত্রা?

মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরবঙ্গে শুরু করবেন অ্যান্টি SIR ক্যাম্পেন। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গে একাধিক জেলায় পদযাত্রা এবং জনসভার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর। কবে কোন জেলায় যচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রইল বিস্তারিত খবর...

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 10:27 AM IST
  • এবার উত্তরবঙ্গে মমতার অ্যান্টি SIR ক্যাম্পেন
  • একগুচ্ছে ব়্যালি ও জনসভা করবেন তিনি
  • কোন কোন জেলায় পদযাত্রা?

নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে এবার আরও সুর চড়াতে শুরু করবে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল নেত্রী SIR-এর বিরোধিতায় হাঁটবেন উত্তরবঙ্গে। কোন কোন রাজ্যে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

মমতার কর্মসূচি?
পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন মালদা এবং মুর্শিদাবাদে। এরপর পরবর্তী সপ্তাহে তাঁর SIR বিরোধিতায় কর্মসূচি রয়েছে কোচবিহারে। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। ওই দিন সকাল সাড়ে ১১টায় জনসভা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠেও জনসভা রয়েছে নেত্রীর।  

তৃণমূল সূত্রে খবর, এবার দ্বিতীয় দফায় SIR বিরোধিতায় অল আউট অ্যাটাকে নামতে চলেছে রাজ্যের শাসকদল। গত সপ্তাহে তিনি বনগাঁ ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় পদযাত্রা করেছেন। এবার মমতার নজর উত্তরবঙ্গে। BJP-র অনুপ্রবেশকারী ইস্যুর পাল্টা তৃণমূল জেলায় জেলায় আগ্রসী ক্যাম্পেন শুরু করতে চলেছে বলেই খবর। 

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অভিযোগ করছেন, SIR-এর মাধ্যমে আসলে ঘুরপথে NRC চাপাতে চাইছে BJP। তিনি বলেন, 'মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। এমনকী, দলিত, সংখ্যালঘু বা সাধারণ হিন্দু ভোটারদেরও ছাড়া হচ্ছে না। এর পিছনে আসল উদ্দেশ্য হল NRC। আমরা হতবাক ও দুঃখিত। নাগরিকত্বের অধিকারের নামে তীব্র ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।'

কমিশনের কাছে মমতার প্রশ্ন, 'আর কত জনের মৃত্যু হবে? SIR-এর জন্য আর কত জনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কতগুলি মরদেহ দেখতে হবে আমাদের? উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি।' 

 

Read more!
Advertisement
Advertisement