Mamata Banerjee: মহালয়ার দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে সশরীরে হাজির থাকছেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে ইচ্ছে থাকলেও নজরুল মঞ্চে যেতে পারবেন না তিনি।
আপাতত ‘গৃহবন্দি’ মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন। বৃহস্পতিবার ভার্চুয়াল পুজো উদ্বোধনের সময় মমতা জানান, অন্তত ২৭ অক্টোবরের আগে তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। তবে পুজো কার্নিভালে সশরীরেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভার্চুয়ালি পুজো উদ্বোধনের সময় তিনি বলেন, “এমনি আমি ঠিকই আছি। পায়ে ইনফেকশন রয়েছে। ইঞ্জেকশন নিচ্ছি। ভাল করে হাঁটতে পারছি না। চিকিৎসকেরা বলেছেন, আরও কিছু দিন হাঁটাচলা না করতে।” এর পরই স্পষ্ট হয়ে যায় যে, আগামী শনিবার মহালয়ার দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনে যেতে পারবেন না। পাশাপাশি এটাও স্পষ্ট হয়ে যায় যে, এ বছরে কোনও দুর্গাপুজোই মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করতে পারবেন না।
এক মাসের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে পারেননি। গত ১২ সেপ্টেম্বর স্পেন এবং দুবাই সফরে যান মুখ্যমন্ত্রী। এর মধ্যে স্পেনে গিয়ে তাঁর পুরনো চোটের জায়গাতেই নতুন করে আঘাত পান তিনি। ওই দুই দেশের সফর সেরে ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন তিনি। পরের দিনই এসএসকেএমে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা করা হয়। তার পর থেকেই ‘গৃহবন্দি’ মুখ্যমন্ত্রী। পুজোর আগে দু’ একদিন হলেও নবান্নে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু চিকিৎসকেদের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না।
বাংলার দুর্গাপুজোকে ‘ইউনেস্কো’র আবহমান ঐতিহ্যের তকমা দেওয়ার পর এ বছরই প্রথম দুর্গাপুজো। তাই পুজোয় চিকিৎসকদের নিষেধ মেনে বাড়িতে কাটালেও পুজো কার্নিভালে তিনি সশরীরেই থাকবেন বলে জানিয়েছেন মমতা।