Advertisement

Mamata on Madhyamik Results: মাধ্যমিকে সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অকৃতকার্যদেরও 'দিদি'র পরামর্শ

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পরীক্ষায় যারা সফল হয়নি, তাদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 May 2025,
  • अपडेटेड 12:39 PM IST
  • মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
  • পরীক্ষায় যারা সফল হয়নি, তাদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
  •  মাধ্যমিকে এবার প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পরীক্ষায় যারা সফল হয়নি, তাদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে - এই প্রত্যাশা আমি রাখি।তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।' (বানান অপরিবর্তিত)

আরও পড়ুন

 মাধ্যমিকে এবার প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর  ৬৯৬। মাধ্যমিকে প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অদৃত। মাধ্যমিকের মতো জীবনের প্রথম বড় পরীক্ষায় কীভাবে সফল হওয়া যাবে, টিপসও দিল অদৃত। সংবাদমাধ্যমে অদৃত বলেছেন, 'অভাবনীয়। স্কুলের শিক্ষকরা ভাল করে গাইড করেছেন। নিয়মিত পড়াশোনা করেছি। ভাল ফলে নেপথ্যে বাবা, মা, দিদির অবদান রয়েছে।'ডাক্তারি পড়তে চায় অদৃত। সাহিত্যের প্রতি তার ঝোঁক রয়েছে। 

পাসের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। সেখানে মোট পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং এবং তৃতীয় কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।এবারের মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী।

 

মাধ্যমিক রেজাল্ট দেখুন এখানে
 

অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in ও wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন। আমাদের পোর্টালে সরাসরি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন ।

কীভাবে দেখবেন Madhyamik Result 2025:
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন

Advertisement

পাশ নম্বর: প্রতি বিষয়ে ও মোট নম্বরে অন্তত ৩৪% পেলে পাশ।

রেজাল্ট, ডাইরেক্ট লিঙ্ক, লগইন প্রসেস, স্কোরকার্ড ডাউনলোড, এবং জেলার ভিত্তিতে রেজাল্ট বিশ্লেষণ জানতে চোখ রাখুন  bangla.aajtak.in-এ আমাদের লাইভ ব্লগে। পেজটি বুকমার্কও করে রাখতে পারেন।

Read more!
Advertisement
Advertisement