Advertisement

Studends Sick due to Weather: ভ্যাপসা গরমে কাহিল, গঙ্গাসাগরের স্কুলে অসুস্থ কয়েক জন ছাত্রী

ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ল ১৫-২০ জন ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুলে।স্কুল সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়ারা। দ্রুত তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। গরমের জন্যই ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে খবর। 

অসুস্থ এক ছাত্রী।অসুস্থ এক ছাত্রী।
Aajtak Bangla
  • গঙ্গাসাগর,
  • 26 Jun 2024,
  • अपडेटेड 7:22 PM IST
  • ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ল ১৫-২০ জন ছাত্রী।
  • বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুলে।
  • গরমের জন্যই ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে খবর। 

ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ল ১৫-২০ জন ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুলে।স্কুল সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়ারা। দ্রুত তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। গরমের জন্যই ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে খবর। 

অন্যদিকে এই খবর পেয়ে ছাত্রীদের সঙ্গে দেখা করতে যান সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। 

এক ছাত্রীর বাবা বিষ্ণুপদ দাস বলেন, 'স্কুলে শিক্ষকের কাছ থেকে ফোন পাই যে, মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি  বলেন, 'একজনকে দেখে বাকিরা ভয়ে এরকম হয়ে গিয়েছে। আতঙ্কে হয়েছে। সকলেই সুস্থ রয়েছে। গরমের জন্য এটা হয়েছে। আর ভয়ে ঘাবড়ে হয়ে গিয়েছে।'

ধবলাট স্কুলের প্রধান শিক্ষক শান্তনু গায়েন বলেছেন, 'টিফিনের পর বেশ কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা সকলেই পঞ্চম থেকে দশম শ্রেণির। শ্বাসকষ্ট হচ্ছিল। আমাদের স্কুলে নার্সিংহোম সেন্টার রয়েছে। সেখানে অক্সিজেন দেওয়া হয়। তাতে ১০ জন সুস্থ হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলেই সুস্থ রয়েছে।'

অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা কার্যত অধরাই। জুন মাস শেষের পথে। এখনও বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে। তার বদলে ফের ফিরেছে ভ্যাপসা গরম। এই আবহে দক্ষিণবঙ্গে কবে চেনা ছন্দে ফিরবে বর্ষা, এই নিয়ে সকলেই হা-পিত্যেশ করে বসে। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement