Advertisement

Kunal Ghosh: 'দল শুদ্ধকরণ করছে,' তৃণমূলে 'অন্যায়' স্বীকার করলেন কুণাল

Kunal Ghosh: 'অন্যায় হয়েছে, ভুল হয়েছে,' কার্যত স্বীকার করলেন কুণাল ঘোষ। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট করে দিলেন। '৯৯.৫ শতাংশ ঠিক হচ্ছে, ভাল কাজ হচ্ছে, রয়েছেন ভাল কর্মী, ভাল নেতারা। ০.৫ শতাংশ অন্যায় কাজ হয়েছে,' দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

কুণাল ঘোষের দাবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 2:54 PM IST
  • 'অন্যায় হয়েছে, ভুল হয়েছে,' কার্যত স্বীকার করলেন কুণাল ঘোষ। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট করে দিলেন।
  • '৯৯.৫ শতাংশ ঠিক হচ্ছে, ভাল কাজ হচ্ছে, রয়েছেন ভাল কর্মী, ভাল নেতারা। ০.৫ শতাংশ অন্যায় কাজ হয়েছে,' দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
  • মঙ্গলবার বেহালায় এক বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে বক্তব্য রাখার সময়েই কুণাল বলেন, 'যদি বলেন কোথাও কোনও ভুল হচ্ছে কি না… হ্যাঁ হচ্ছে। যদি বলেন কোনও অন্যায় হচ্ছে কি না… হ্যাঁ হচ্ছে। এত বড় দল, এত বড় সরকার, এত বড় একটা সিস্টেম।'

Kunal Ghosh: 'অন্যায় হয়েছে, ভুল হয়েছে,' কার্যত স্বীকার করলেন কুণাল ঘোষ। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট করে দিলেন। '৯৯.৫ শতাংশ ঠিক হচ্ছে, ভাল কাজ হচ্ছে, রয়েছেন ভাল কর্মী, ভাল নেতারা। ০.৫ শতাংশ অন্যায় কাজ হয়েছে,' দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

মঙ্গলবার বেহালায় এক বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে বক্তব্য রাখার সময়েই কুণাল বলেন, 'যদি বলেন কোথাও কোনও ভুল হচ্ছে কি না… হ্যাঁ হচ্ছে। যদি বলেন কোনও অন্যায় হচ্ছে কি না… হ্যাঁ হচ্ছে। এত বড় দল, এত বড় সরকার, এত বড় একটা সিস্টেম।'

তবে এই অন্যায়ের পরিমাণ  ভাল কাজের কাছে খুবই সামান্য, দাবি কুণালের। তাঁর কথায়, ৯৯.৫ শতাংশ কাজই ঠিক হচ্ছে। তবে ০.৫ শতাংশ অন্যায় হয়েছে বলে জানান তিনি। তবে যদি কোনও ভুল হয়ে থাকে, তার সংশোধনের চেষ্টাও চলছে বলে তিনি দাবি করেন। এদিন কুণাল বলেন, 'দল শুদ্ধিকরণ করছে। যদি কোনও ভুল থাকে, ত্রুটি থাকে অন্যায় থাকে, দল সেটা সংশোধন করছে।'

প্রসঙ্গত, তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সম্প্রতি রেশন দুর্নীতির তদন্তে ইডি হেফাজতে নেওয়া হয় প্রাক্তন খাজ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজ্যের একাধিক মন্ত্রী, নেতার বাড়িতে বিভিন্ন দুর্নীতি কাণ্ডের তদন্তে হানা দিয়েছে ইডি। 

ফলে এমন সময়ে কুণাল ঘোষের এই বক্তব্য বেশ প্রাসঙ্গিক। তবে ঠিক কোথায়, কার ভুল হয়েছে, সেই বিষয়ে কিছু বলেননি কুণাল ঘোষ। একইসঙ্গে, দল কীভাবে 'সংশোধন' করছে, সেই বিষয়েও কিছু জানাননি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement