Advertisement

Municipality Recruitment Scam: ২০১৪ থেকে কাদের নিয়োগ করা হয়েছে? CBI-এর হাতে নথি তুলে দিল ২ পুরসভা

সিবিআই দফতরে জমা পড়ল পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথি। হালিশহর ও রানাঘাট পুরসভার নথি তলব করেছিল পুরসভা। নিজাম প্যালেসে এই দুই পুরসভার নথি জমা পড়ে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2024,
  • अपडेटेड 3:38 PM IST

সিবিআই দফতরে জমা পড়ল পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথি। হালিশহর ও রানাঘাট পুরসভার নথি তলব করেছিল পুরসভা। নিজাম প্যালেসে এই দুই পুরসভার নথি জমা পড়ে। 

এর আগে দক্ষিণ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযান চালিয়েছে সিবিআই। এবার হালিশহর ও রানাঘাট পুরসভায় নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

২০১৪ থেকে এখনও পর্যন্ত কত নিয়োগ হয়েছে, কাদের নিয়োগ করা হয়েছে সেই সকল তথ্য সিবিআই চেয়ে পাঠায়। দুই পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের ইমেল করে তথ্য জানতে চেয়েছিল সিবিআই। সেই মতোই বৃহস্পতিবার দুই পুরসভা থেকে সেই সংক্রান্ত নথি পাঠানো হয় নিজাম প্য়ালেসে।

তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজাম প্যালেসে দুই পুরসভা যা তথ্য দিয়েছে তা আংশিক। আরও ৫০ শতাংশের মতো তথ্য জমা পড়া বাকি। যদিও, বাকি তথ্য পরে পাঠাবে বলে জানিয়েছে এই দুই পুরসভা।

অক্টোবর মাসের শেষের দিকেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে কীভাবে নিয়োগ হয়েছে এই সংক্রান্ত মামলায় রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নোটিস পাঠিয়ে দ্রুত জবাব তলব করেছিল সিবিআই। পুরসভাগুলিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে যে নিয়োগ হয়েছে, তা কোন পদ্ধতিতে কীভাবে হয়েছে জানতে চাওয়া হয়েছিল। এই নিয়েই আংশিক তথ্য দিল সিবিআই।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement