Advertisement

CM Mamata on Murshidabad: মুর্শিদাবাদের হিংসায় বহিরাগতদের চক্রান্ত? মেদিনীপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে অশান্তির পিছনে 'বহিরাগত'দের হাত রয়েছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিংসার পিছনে থাকা চক্রান্ত ফাঁস করা হবে বলেও তোপ দাগলেন তিনি। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ময়দানে, সরকারি পরিষেবা প্রদান এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যান মমতা।

মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী। (ফাইল ছবি)মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী। (ফাইল ছবি)
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 2:21 PM IST

Murshidabad Violence: মুর্শিদাবাদে অশান্তির পিছনে 'বহিরাগত'দের হাত রয়েছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিংসার পিছনে থাকা চক্রান্ত ফাঁস করা হবে বলেও তোপ দাগলেন তিনি। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ময়দানে, সরকারি পরিষেবা প্রদান এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যান মমতা। সেখানেই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খোলেন। 

তিনি বলেন, 'একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। ধুলিয়ানে, দু'টো ওয়ার্ডে হয়েছে। সেটাও বহিরাগতরা। কিছু লোককে স্থানীয় সঙ্গে নিয়ে। কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব।'

হিংসা-কবলিত মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'মারা গিয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে আমি কথা দিয়েছি ১০ লক্ষ টাকা করে দেব। তাঁদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপি-রা বলে এসেছেন, দরকারে সরকারও নিতে পারে।'

মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী বিক্ষোভ ক্রমেই হিংসা-অরাজকতার রূপ নেয়। রাস্তা অবরোধ-যানবাহন জ্বালানো গড়ায় ধ্বসংযজ্ঞে। অভিযোগ, একের পর এক বাড়ি, দোকানঘর লুটপাট, ভাঙচুর চালানো হয়।

মুর্শিদাবাদের ঘটনায় যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের সরকারি প্রকল্পের আওতায় এনে বাড়ি তৈরিতে সাহায্য করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা, সেটা আমরা সার্ভে করছি।'

মুখ্যমন্ত্রী জানান, আগামী মাসেই মুর্শিদাবাদে যাবেন তিনি। সেখানে গিয়ে নিজে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন। মমতা বলেন, 'আমি মে মাসের প্রথম সপ্তাহে যাব। সেখানে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন।'

Read more!
Advertisement
Advertisement