Advertisement

Karimpur Blast: করিমপুরে ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তুলতেই বিস্ফোরণ, ছিন্ন-ভিন্ন দ্বাদশ শ্রেণির ছাত্রের হাত

ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন চাপা উত্তেজনা নদিয়ার করিমপুরে। জনবহুল এলাকার রেগুলেটেড মার্কেটে শনিবারের এই ঘটনায় জখম হয়েছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। উড়ে গিয়েছে তাঁর হাতের আঙুল।

ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ
Aajtak Bangla
  • করিমপুর,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 9:11 AM IST

ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন চাপা উত্তেজনা নদিয়ার করিমপুরে। জনবহুল এলাকার রেগুলেটেড মার্কেটে  শনিবারের এই  ঘটনায় জখম হয়েছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। উড়ে গিয়েছে তাঁর হাতের আঙুল। 

আহত ওই যুবকের নাম নীলেশ মণ্ডল। বর্তমানে তিনি করিমপুর হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্টের মহকুমা পুলিশ। স্থানীয় সূত্রে খবর, করিমপুরের বাসিন্দা, দুই বন্ধু নীলেশ মণ্ডল ও সায়ন মণ্ডল শনিবার  বিকেলে বেড়াতে বেরিয়েছিল। তাঁরা দু'জনেই নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। রেগুলেটেড মার্কেট এলাকায় পৌঁছতেই ডাস্টবিনে পড়ে থাকা একটি ব্যাগে চোখ যায় তাঁদের। কৌতূহলবশত ওই ব্যাগ খুলতেই কেঁপে ওঠে ঘটনাস্থল। সঙ্গে সঙ্গে ছাত্রটির ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। 

তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা ক্রমশ গুরুতর হওয়ায় পড়ে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ব্যাগটিতে বিস্ফোরণ ঘটল কী ভাবে, কে ব্যাগটি রেগুলেটেড মার্কেট এলাকায় ফেলে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে সায়ন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। হাসপাতালের বিছানায় শুয়ে নীলেশ বলে, ব্যাগের ভিতরে ছিল দুটি সকেট বোমা। যা পাইপের মতো দেখতে। পাইপ ভেবে প্রথমটা বের করার পর দ্বিতীয় বোমাটি বের করতে গেলেই ঘটে যায় বিস্ফোরণ। কে এভাবে সকেট বোমা সহ ব্যাগটি মার্কেট এলাকায় ফেলে রেখে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে করিমপুর থানার পুলিশ ।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement