'বাংলার মানুষ ভ্রমণ করতে ভালোবাসে। একটু সময় পেলেই দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার উৎসাহ সবথেকে বেশি বাংলার মানুষেরই। অন্যরা সুযোগ পেলেই বিদেশ চলে যায়, কিন্তু বাংলার মানুষ আগে দেশকে গুরুত্ব দেয়। এজন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।' শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-বিবাদী বাগ মেট্রো স্টেশন উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ও আমার দেশের মাটি গানের কথা মনে করান। এদিন তিনি উদ্বোধনী ভাষণে যে বিষয়গুলি তুলে ধরলেন-
ভার্চুয়াল উদ্বোধন
কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু ভোরে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কারণে সেই কর্মসূচিতে বদল হয়। আমদাবাদ থেকেই রেল প্রকল্প উদ্বোধন ও জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকে দেন তিনি।
আরও পড়ুন: বন্দে ভারতের সূচনা প্রধানমন্ত্রীর, '৪ প্রকল্প আমার সময়ে', মনে করালেন মমতা
জোকা-বিবাদী বাগ মেট্রো
রেল প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘জোকা-বিবাদী মেট্রো তৈরিতে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কলকাতা মেট্রো শহরের পরিবহণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই সম্প্রসারণ চলছে জোরকদমে। দ্রুততার সঙ্গে একের পর এক মেট্রো প্রকল্পের কাজ চলছে।
নমামি গঙ্গে
নমামি গঙ্গে প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ চলছে। নদী পরিষ্কার রাখতে আধুনিক নিকাশি ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। আদিগঙ্গার পরিস্থিতি খুবই খারাপ। ময়লা আবর্জনা জমছে। যেকারণে আধুনিকীকরণে কাজ করছে।
রেলে রেকর্ড বিনিয়োগ
ভারতীয় রেলের পরিকাঠামোকে আধুনিক করতে রেকর্ড বিনিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেল বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক রেল স্টেশনকে বিমানবন্দেরের মতো করে তৈরি করা হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনও সেই ভাবেই তৈরি করা হচ্ছে। ভারতের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়ন জরুরি। এই লক্ষ্যে ৪৭৫ বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা হবে। ফ্রেড করিডর লজিস্টিক ক্ষেত্রে বিপ্লব আনছে।
আগামী ৮ বছরে ভারতীয় রেল আধুনিকতার শিখর ছোঁবে
আগামী ৮ বছর রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশাতীতভাবে রেলপথ তৈরি হচ্ছে। বিদ্যুৎচালিত রেল বাড়ছে। স্বাধীনতার পর রেলের প্রতি দীর্ঘদিনের উদাসীনতায় যেসব কাজ থমকে ছিল, তা এখন দ্রুততার সঙ্গে করা হচ্ছে।
এদিন বন্দে ভারতের পরেই কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢেলে সাজানোর যে পরিকল্পনা করেছে কেন্দ্র, তারও শিলান্যাস হয়। সব মিলিয়ে ৭৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হচ্ছে এদিন। একাধিক বন্দর, রেলস্টেশন, রেলপথ তৈরি হচ্ছে দেশে। যোগাযোগ ব্যবস্থা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে দেশে, এদিন উল্লেখ করেছেন মোদী।
আরও পড়ুন-অন্তিম যাত্রায় হীরাবেন মোদী, কাঁধ দিয়েছেন প্রধানমন্ত্রী