Advertisement

Ajit Doval Mohan Bhagbat: একই সময়ে বাংলা পরিভ্রমণে ডোভাল-ভাগবত, আচমকা কীসের ইমারজেন্সি?

সূত্রের খবর, আর তাঁরা নাকি এসে অপরের সঙ্গে সাক্ষাতও করেন। সেই সঙ্গে তাঁরা বাংলার সীমান্ত পরিদর্শনে পর্যন্ত যান। এরপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এমন কী দরকার হয়ে পড়ল যে তাঁরা একসঙ্গে সীমান্তে দৌড়লেন?

একই সময়ে বাংলা পরিভ্রমণে ডোভাল-ভাগবত, আচমকা কীসের ইমারজেন্সি? একই সময়ে বাংলা পরিভ্রমণে ডোভাল-ভাগবত, আচমকা কীসের ইমারজেন্সি?
বিশাল দাস
  • কলকাতা,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 10:19 PM IST

বাংলাদেশের পরিস্থিতি দিন দিন ঘোরালো হচ্ছে। আর তার আঁচ এসে পড়েছে এপার বাংলায়। তারই মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। আর তাঁর ঠিক পর পরই রাজ্যে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাতেই জল্পনা তুঙ্গে উঠেছে।

সূত্রের খবর, আর তাঁরা নাকি এসে অপরের সঙ্গে সাক্ষাতও করেন। সেই সঙ্গে তাঁরা বাংলার সীমান্ত পরিদর্শনে পর্যন্ত যান। এরপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এমন কী দরকার হয়ে পড়ল যে তাঁরা একসঙ্গে সীমান্তে দৌড়লেন? মোহন ভগবতের ১১ দিন বাংলায় থাকা, সেই সঙ্গে অজিত ডোভালের বাংলা সফর এর তারপর্যটাই বা কী? কী আলোচনা হল তাঁদের মধ্যে? দানা বেঁধেছে রহস্য়।

বাংলাদেশের সঙ্গে লাগোয়া রাজ্য বলতে একমাত্র পশ্চিমবঙ্গ। আর তাই সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন অজিত ডোভাল। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় ইন্টালিজেন্স বিভাগের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর তারপরেই দানা বাঁধে রহস্য। হঠাৎ এমন কী হলে যে কারণে বাংলায় ছুটে এলেন অজিত ডোভাল।

আরও পড়ুন

মনে করা হচ্ছে বাংলাদেশকে এবার ট্যাকেল করার জন্য ময়দানে নেমেছেন ভারতের জেমস বন্ড বলে পরিচিত অজিত ডোভাল। মনে করা হচ্ছে সীমান্তের অশান্তি শান্ত করতে মোহন ভগবত ও অজিত ডোভাল বসে নয়া কোনও প্ল্যান কষছেন। 

 

Read more!
Advertisement
Advertisement