Advertisement

TMC new program for Women: ভোটের আগে তৃণমূলের 'অঞ্চলে আঁচল', নয়া কর্মসূচিতে যা হবে

বিধানসভা নির্বাচনে ২০২৬-এ মহিলা ভোটব্যাঙ্ক টানতে এপ্রিলেই আসরে নামছে তৃণমূল। মহিলাদের সুবিধার্থে নয়া কর্মসূচি আনছে শাসক দল। রাজ্যের সব ব্লকে, পুর এলাকায় হবে 'অঞ্চলে আঁচল' কর্মসূচি। শাসক দলের মহিলা সংগঠন ব্লকে ব্লকে পৌঁছে যাবে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ‘অঞ্চলে আঁচল’। রাজ্যের সব ব্লকে হবে সভা, পুর এলাকায় হবে ৫টা করে সভা হবে। চলবে ১৫ মে পর্যন্ত।

তৃণমূলের মহিলা ব্রিগেডতৃণমূলের মহিলা ব্রিগেড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 2:25 PM IST

বিধানসভা নির্বাচনে ২০২৬-এ মহিলা ভোটব্যাঙ্ক টানতে এপ্রিলেই আসরে নামছে তৃণমূল। মহিলাদের সুবিধার্থে নয়া কর্মসূচি আনছে শাসক দল। রাজ্যের সব ব্লকে, পুর এলাকায় হবে 'অঞ্চলে আঁচল' কর্মসূচি। শাসক দলের মহিলা সংগঠন ব্লকে ব্লকে পৌঁছে যাবে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ‘অঞ্চলে আঁচল’। রাজ্যের সব ব্লকে হবে সভা, পুর এলাকায় হবে ৫টা করে সভা হবে। চলবে ১৫ মে পর্যন্ত।

'অঞ্চলে আঁচল' কর্মসূচিতে কী পরিষেবা মিলবে?
দেড় মাস ধরে রাজ্যের ৩৪৫টি ব্লক এবং ১২৭টি পুরসভা এলাকায় সভা হবে। পাঁচটা করে সভা হবে। কলকাতা পুরনিগম এলাকায় ওয়ার্ডভিত্তিক একাধিক সভা করার কথা রয়েছে। উত্তর কলকাতায় 8টি এবং দক্ষিণ কলকাতায় ১২টি সভা আয়োজিত হওয়ার কথা। 

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সভাগুলিতে মহিলারা নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। দলের মহিলা নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলবেন। সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলির পরিষেবা নিয়ে কথা বলবেন। 

এছাড়াও, তৃণমূল নতুন আরও কয়েকটি কর্মসূচির আয়োজন করতে চলেছে। ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’ কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য হল ‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ প্রতিটি বুথের অন্তত ২৫০টি বাড়িতে পৌঁছে দেওয়া। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করবেন এবং মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন। রক্তবন্ধন, এসো হে বৈশাখের মতো কর্মসূচি আরও কিছু জনমুখী কর্মসূচি করতে চলেছে শাসক দল।

Read more!
Advertisement
Advertisement