Advertisement

Udayan Guha Threat Call: খুনের হুমকি ফোন পেলেন মন্ত্রী উদয়ন, দিনহাটায় উত্তেজনা

NBDD Minister Udayan Guha: ধবার রাত পৌনে এগারোটা নাগাদ অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়নবাবু অভিযোগে জানিয়েছেন। বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। 

উদয়ন গুহকে উড়ো ফোন করে খুনের হুমকি, ফের উত্তেজনা দিনহাটায়
Aajtak Bangla
  • দিনহাটা,
  • 05 Apr 2024,
  • अपडेटेड 3:56 PM IST
  • উদয়ন গুহর কনভয়ে বোমাবাজি
  • অভিযোগে দিনহাটায় উত্তেজনা
  • তৃণমূল-বিজেপি তরজা

Udayan Guha Threat Call: ভোটের আগে হোক কিংবা পরে, কোচবিহারের দিনহাটা এখন উত্তেজনার এক নাম। সৌজন্যে যুযুধান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কখনও দুজনের প্রকাশ্য হাতাহাতি, কখনও উদয়ন গুহর কনভয়ে হামলা, কিংবা বোমাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এটা এখানকার বছরভরের রীতি হয়ে উঠেছে। এবার ফের আরও একবার শিরোনামে দিনহাটা। যার মূলে রয়েছে উদয়ন গুহকে একটি খুনের হুমকি দিয়ে আসা ফোন কল। যার অভিযোগের পর তৎপর হয়ে উঠেছে পুলিশ। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর পিছনে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দিনহাটায় (Dinhata)।

জানা গিয়েছে, বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়নবাবু অভিযোগে জানিয়েছেন। বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। উদয়ন জানিয়েছেন, বুধবার রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। পৌনে এগারোটা নাগাদ অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে গালিগালজ ও খুনের হুমকি দেওয়া হয়। এর আগেও তাঁকে উড়ো ফোনে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। বছর দেড়েক আগে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের দিনকয়েক পর তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে তখন শোরগোল পড়ে যায়।

দিনকয়েক আগে কোচবিহারের ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল নিশীথের প্রচার মিছিল থেকে। এসবের মধ্যেই বুধবার রাতে ফোন করে উদয়নকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত আবহাওয়া এলাকায়। কিছুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কনভয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। দিনহাটার শালমারায় নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন শেষে দিনহাটায় ফিরছিলেন মন্ত্রী। অভিযোগ, সেই সময় তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এরপর কয়েক সপ্তাহ আগেও তাঁদের সভার পাশ দিয়ে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা তাঁরা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই নিজে আগ বাড়িয়ে গোলমাল পাকিয়েছেন। সেই উত্তাপ এখনও নেভেনি। এর মধ্যে নতুন করে খুনের হুমকির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement