Advertisement

PM Narendra Modi: 'বাংলায় মহাজঙ্গলরাজ থেকে মুক্তি পেতে হবে, সুযোগ দিন', ফোনে বার্তা মোদীর

সকাল থেকেই আবহাওয়া খারাপ। ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য। দৃশ্যমানতা কম রয়েছে। যে কারণে হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরের জনসভায় পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষমেশ কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপিকে একবার জিতিয়ে এনে ক্ষমতায় আনার সুযোগ দিতে বলেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 2:20 PM IST

সকাল থেকেই আবহাওয়া খারাপ। ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য। দৃশ্যমানতা কম রয়েছে। যে কারণে হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরের জনসভায় পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষমেশ কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপিকে একবার জিতিয়ে এনে ক্ষমতায় আনার সুযোগ দিতে বলেন মোদী।

এদিন ভার্চুয়াল অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "তৃণমূল কংগ্রেস মোদীর বিরোধিতা করতে হল করুক। কিন্তু আমি বুঝতে পারছি না বাংলার বিকাশকে কেন আটকানো হচ্ছে।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলরাজ চলছে তার থেকে মুক্তি চাই। বাংলার সব শহর, গ্রাম, অলিগলি বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। মোদী আপনার জন্য অনেক কিছু করতে চায়। সমস্ত শক্তি দিয়ে নিজেকে সমর্পিত করে কাজ করতে চাই। বাংলার বিকাশের জন্য অর্থ, ইচ্ছে বা পরিকল্পনার কোনও কমতি নেই। কিন্তু এখানে এমন সরকার রয়েছে যারা কাট ও কমিশনে আটকে। কোটি কোটি টাকার প্রকল্প আটকে। আমি জনতা জনার্দনকে বলব, তৃণমূলের মোদীর বিরোধিতা করার হলে করুক। একশো বার করুক, হাজার বার করুক। কিন্তু এর জন্য বাংলার বিকাশ কেন আটকাচ্ছেন? মোদীর বিরোধিতা করে বাংলার জনতাকে দুঃখী করবেন না, অধিকার থেকে বঞ্চিত করবেন না, তাদের স্বপ্ন ভঙ্গ করবেন না। বাংলার জনতার কাছে হাত জোর করে বলছি বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন। ডবল ইঞ্জিন সরকার এনে দেখুন, কত তাড়াতাড়ি বাংলার উন্নতি হয়।"

তাঁর আরও মন্তব্য, "সব ডবল ইঞ্জিন রাজ্য এগিয়ে যাচ্ছে, আর বাংলা ধ্বংস হচ্ছে।"  

প্রসঙ্গত, SIR আবহে এদিন নদিয়ার তাহেরপুরে মতুয়া এলাকায় জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর হেলিকপ্টারে করে তাঁর পৌঁছনোর কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হল না। কুয়াশার কারণে নামল না কপ্টার। প্রধানমন্ত্রীকে কলকাতা বিমানবন্দরে ফিরতে হল। সেখান থেকেই অডিও বার্তা দিলেন প্রধামন্ত্রী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement