প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল। ফিরিয়ে আনা হল বাম আমলের নিয়ম। অর্থাৎ এবার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেবেন জেলা স্কুল পরিদর্শকরা। বিজ্ঞপ্তি জারি করেও এই কথা জানানো হয়েছে। সূত্রের খবর আগামিদিনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হতে পারে।
২০১৮ সালের আগে পর্যন্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিতেন জেলা স্কুল পরিদর্শকরা। ২০১৮ সালে সেই নিয়মে পরিবর্তন আনা হয়। তখন থেকে এই নিয়োগে স্কুল শিক্ষা দফতরের অনুমোদন লাগত। তবে এবার সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হল। ফলে ফিরে এল বাম আমলের নিয়ম। সরকারের তরফে এটিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা হিসেবে দেখান হচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিককালে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি সরকারের অশ্বস্তির কারণ হয়ে উঠেছে, সেই জায়গা থেকে অব্যাহতি পেতেই এই পদক্ষেপ সরকারের।
এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'শিক্ষা দফতরের থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালের যে নিয়ম ছিল তা প্রত্যাহার করে নেওয়া হল। ২০১৮ সালে ডিপিএসই-র হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ডিপার্টমেন্ট নিয়েছিল। সেখানে বলা হয়েছিল ডিপিএসই যে প্যানেল তৈরি করতে বা ডিপার্টমেন্টে পাঠাতে হবে এবং ডিপার্টমেন্ট অনুমোদন করলে তবে প্রধান শিক্ষক নিতে পারবে। কিন্তু আজ সেই নির্দেশ প্রত্যাহার হয়ে গেল। তার মানে এটা প্রতিষ্ঠিত হল যে বাম আমলের নিয়ম ফিরে এল। তার সঙ্গে এটা আরও বেশি করে প্রতিভাত হল যে বাম আমলে যে সব নিয়মগুলি করা হয়েছিল সেগুলি যথেষ্ট বিজ্ঞানসম্মত ছিল। দেড়িতে হলেও এদের সম্বিত ফিরেছে। আশাকরি ক্ষমতার এই বিকেন্দ্রীকরণের ফলে দুর্নীতিমুক্তভাবে তারা প্রধান শিক্ষক নিয়োগ করতে পারবে এবং প্রাথমিক স্কুলগুলি অনেকটা সুরক্ষিত হবে'।
আরও পড়ুন - বাংলার নয়া ট্রেন্ড 'ছবি-রাজনীতি', অস্ত্রও, সৌজন্য শিকেয়?