Advertisement

'থ্রেট কালচার'-এর অভিযুক্তদের ধাওয়া, ছিঁড়ল জামা? 'সহানুভূতি পাওয়ার নাটক' অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

'থ্রেট কালচার'-এর অভিযুক্তদের ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত আশীষ পাণ্ডে সহ অন্যান্যদের তাড়া করেন প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা। তাঁদের ঘিরে 'চোর, চোর' স্লোগান ওঠে। তীব্র ধাক্কাধাক্কিতে একজন অভিযুক্তের জামাকাপড় ছিঁড়ে যায় বলেও অভিযোগ। তবে সবটাই 'সহানুভূতি পাওয়ার নাটক' বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। 

'থ্রেট কালচার'-এর অভিযুক্তদের ঘিরে তীব্র উত্তেজনা'থ্রেট কালচার'-এর অভিযুক্তদের ঘিরে তীব্র উত্তেজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2024,
  • अपडेटेड 10:51 PM IST

RG Kar Incident: 'থ্রেট কালচার'-এর অভিযুক্তদের ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত আশীষ পাণ্ডে সহ অন্যান্যদের তাড়া করেন প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা। তাঁদের ঘিরে 'চোর, চোর' স্লোগান ওঠে। তীব্র ধাক্কাধাক্কিতে একজন অভিযুক্তের জামাকাপড় ছিঁড়ে যায় বলেও অভিযোগ। তবে সবটাই 'সহানুভূতি পাওয়ার নাটক' বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। 

তবে প্রতিবাদী এক জুনিয়র ডাক্তার অনুভব মণ্ডল বলেন, "এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে এই হাসপাতালে। থ্রেট কালচারে যাঁরা অভিযুক্ত, তাঁরা সকালে হাসতে হাসতে তদন্ত কমিটিতে ঢুকেছেন। এত আস্পর্ধা কী করে পাচ্ছে?" 

তাঁর চাঞ্চল্যকর দাবি, "অভিযুক্তদের গায়ে কেউ হাত তোলেননি।  বাইরে বেরিয়ে ওঁরা নিজেরাই নিজেদের জামাকাপড় ছিঁড়ে ফেলে আমাদের দোষ দিচ্ছেন। এই নাটক কেন করছেন? কার ভরসায় এখনও ওঁদের এই বাড়বাড়ন্ত?" তিনি আরও বলেন, "আমারা সিআইএসএফের সামনে কারও গায়ে হাত তুলিনি, তুলবও না। আমাদের ওপর চক্রান্ত করছে। আমরা কেউ ছিলাম না, মারিনি।"

বুধবার অভিযুক্তরা হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসার সময় ধাক্কাধাক্কির পরিস্থিতি হয়। তাঁদের দিকে ধেয়ে যান আন্দোলনকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁদের নিরাপত্তা দিয়ে ট্যাক্সিতে উঠিয়ে দেন। সেই চত্বরে আগে থেকেই স্লোগান দিচ্ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। অভিযুক্তেরা বেরিয়ে এলে তাঁদের দৌড় করানো হয় বলে জানা যায়। তবে তাঁরা জামাকাপড় ছেঁড়েননি বলে দাবি জুনিয়র চিকিৎসকদের।

Read more!
Advertisement
Advertisement