Advertisement

Rishra Violence : নতুন করে উত্তপ্ত রিষড়া, বোমাবাজি-পাথরবৃষ্টির অভিযোগ; দীর্ঘক্ষণ ব্যাহত রেল চলাচল

এদিন ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করেও পাথরবৃষ্টি, বোমাবাজির অভিযোগ ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের তরফে বিপুল বাহিনীকে রাস্তায় নামানো হয়। এছাড়া নামানো হয় ব়্যাফও। প্রসঙ্গত, রিষড়া এলাকায় প্রচুর গলি রয়েছে। তাই গলিতে কোনও জমায়েত হয়ে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।  

ফের উত্তপ্ত রিষড়া (রবিবারের ছবি)ফের উত্তপ্ত রিষড়া (রবিবারের ছবি)
Aajtak Bangla
  • রিষড়া,
  • 04 Apr 2023,
  • अपडेटेड 12:52 AM IST
  • আবারও রিষড়া উত্তপ্ত
  • বোমাবাজির অভিযোগ
  • হয়রানির শিকার নিত্যযাত্রীরা

নতুন করে অশান্ত হুগলির রিষড়া। অশান্তির জেরে ব্যাহত হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ার ৪ নম্বর রেল গেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের ওপর উঠে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। 

অভিযোগ, এদিন ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করেও পাথরবৃষ্টি, বোমাবাজির অভিযোগ ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের তরফে বিপুল বাহিনীকে রাস্তায় নামানো হয়। এছাড়া নামানো হয় ব়্যাফও। প্রসঙ্গত, রিষড়া এলাকায় প্রচুর গলি রয়েছে। তাই গলিতে কোনও জমায়েত হয়ে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।  

এদিকে এই ঘটনার জেরে ব্যাপকভাবে ব্যাহত হয় হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল। হাওড়ার আটকে যায় বিভিন্ন ট্রেন। ফলে বাড়ি ফেরার পথে নাজেহাল হতে হয় বিপুল সংখ্যক যাত্রীকে। এই প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, রেলগেট বন্ধ না করা হলে ট্রেন চালানো যাবে না। যদিও পরে ধীরে ধীরে ট্রেন ছাড়তে শুরু করেছে বলে খবর। 

আরও পড়ুন

প্রসঙ্গত, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবারই উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া। শোভাযাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে, তিনি শোভাযাত্রা থেকে চলে যাওয়ার পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পাথরের আঘাতে দলের বিধায়ক বিমান ঘোষ আহত হয়েছেন বলে অভিযোগ। এছাড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। সেই ঘটনাকে ঘিরে সোমবার দিনভর সরগরম থাকে রাজ্য রাজনীতি। রিষড়ায় যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রিষড়ায় ঢোকার আগেই কোন্নগরে তাঁকে বাধা দেওয়া হয়। ব্যারিকেড করে রাস্তা আটকায় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় সুকান্তকে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement