গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তাহলে কি এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? উত্তরে তৃণমূল নেতা সমীর চক্রবর্তী জানালেন, 'অপেক্ষা করুন সবে তো কয়েক ঘণ্টা হয়েছে।'
এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে তৃণমূল? উত্তরে সমীর চক্রবর্তী জানান, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল ৫ দিন পরে ব্যবস্থা নিয়েছিল। এক্ষেত্রে সবে তো কয়েক ঘণ্টা হয়েছে। সঠিক সময়ে দল জানাবে।'
পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'দল পরিষ্কার করে বলে দিয়েছে, যে কোনওরকম অনৈতিক বা দুর্নীতিমূলক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। জিরো টলারেন্স। নেত্রী বলে দিয়েছেন, মানুষের পক্ষে যেটা ক্ষতিকারক সেটা যে কেউ করুক, দল সমর্থন করবে না। মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। অন্য কোনওরকম অর্থনৈতিক সম্পদকে আমার সম্পদ বলে মনে করি না।'
একইসঙ্গে এদিন সিবিআই-ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের অধিনস্থ সংস্থাগুলি নিরপেক্ষ চেহারা হারাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন চন্দ্রিমা। এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কাও করতে শোনা যায় চন্দ্রিমাকে।
গোরু পাচার মামলায় আজই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে সকালেই বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়িতে পৌঁছান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই-এর আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে।