দলের নেতাদের একাংশের বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছেন তিনি। এবার আরও একবার সেই একই ভূমিকায় দেখা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে (Saumitra Khan)। বুধবার ফের একবার বিজেপির রাজ্য নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা গেল তাঁকে। নিশানা থেকে বাদ গেলেন না দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
সৌমিত্র খাঁ-র সাফ কথা, "বিজেপিতে (BJP) অযোগ্যের ভিড় জমেছে। যাঁরা মাথায় উপরে বসে রয়েছেন, তাঁদের অনেকে রাজনীতির কিছু বোঝেনই না।" প্রসঙ্গত, দিন দুয়েক আগেই কোর কমিটি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। তাতে বেশ কয়েকজন নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই তালিকায় নাম নেই বিষ্ণুপুরের সাংসদের। এরপর মঙ্গলবার বিজেপির সাংগঠনিক দায়িত্ব বণ্টনে রাঢ়বঙ্গে পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয় সৌমিত্রকে। এদিন সেই দায়িত্বও ছেড়ে দেন বিষ্ণুপুরের সাংসদ।
সৌমিত্র খাঁ বলেন, "শুভেন্দুদা আর দিলীপদা ছাড়া বাকি সব অযোগ্য।" এমনকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) নিয়ে এক প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন, "উনি রাজ্য সভাপতি। আমি বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, উনি শিক্ষানবিশ।" তাঁর আরও সংযোজন, "পঞ্চায়েতে যদি বিজেপির ফলাফল খারাপ হয়, তাহলে শুভেন্দু অধিকারীর সমস্ত পরিশ্রম জলে যাবে।" এমনকী পরবর্তী লোকসভা ভোটেও বাংলায় বিজেপি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি। তবে সৌমিত্রর এহেন মন্তব্যের পর দলের একাংশ আবার পাল্টা তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন - 'লকডাউনে আমাকে টাকা অফার করেছিল BJP', বিস্ফোরক দাবি সায়ন্তিকার