Advertisement

Train Cancel in Howrah Division: টানা ১ মাস ৬০টি লোকাল ট্রেন বাতিল হাওড়ায়, রইল পুরো লিস্ট

হাওড়া ডিভিশনে ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, ১ মাস ধরে ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দেরিতে চলতে পারে দূরপাল্লার ট্রেন।

লোকাল ট্রেন বাতিল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 9:45 AM IST
  • হাওড়া ডিভিশনে ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
  • দেরিতে চলতে পারে দূরপাল্লার ট্রেন।

হাওড়া ডিভিশনে ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, ১ মাস ধরে ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দেরিতে চলতে পারে দূরপাল্লার ট্রেন।

কী কারণে ট্রেন বাতিল?

রেল সূত্রে খবর, ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার অদূরে বেনারস রোড ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। এই কারণেই শনিবার থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৬০টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। 

কোন কোন ট্রেন বাতিল? 

ব্যান্ডেল-হাওড়া রুটে বাতিল থাকছে ১৫টি লোকাল ট্রেন। শেওড়াফুলি-হাওড়া রুটে বাতিল থাকছে ১১টি ট্রেন। বেলুড় মঠ-হাওড়া রুটে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। শ্রীরামপুর-হাওড়া রুটে ২টি লোকাল ট্রেন বাতিল। হাওড়া-ব্যান্ডেল রুটে বাতিল থাকছে ১৫টি লোকাল। হাওড়া-শেওড়াফুলি রুটে বাতিল ১১টি ট্রেন। হাওড়া-বেলুড় মঠ ও হাওড়া-শ্রীরামপুর রুটে ২টি করে ট্রেন বাতিল করা হয়েছে। 

রেল জানিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বর্ধমান মেম্যু স্পেশাল হাওড়া-বর্ধমান কর্ড লাইনে চলবে। এছাড়া বেশ কিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে বেশ কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ফলে দেরিতে চলবে ট্রেন। যার জেরে যাত্রীরা দুর্ভোগের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement